Monday, December 8, 2025
HomeUncategorizedUkraine War: রুশ হামলায় শেষ ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা

Ukraine War: রুশ হামলায় শেষ ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা

- Advertisement -

ইউক্রেনের যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। এএফপির এমন সংবাদে গোটা বিশ্ব শিহরিত। এত দ্রুত অভিযানের এমন ফলাফলে চমকে গেছেন খোদ মার্কিন প্রতিরক্ষা বিভাগের বিশেষজ্ঞরা।

রুশ প্রতিরক্ষা বিভাগের সূত্র উদ্ধৃত করে এএফপি জানাচ্ছে, ইউক্রেনের সেনাবাহিনীর বেশ কিছু বিমানঘাঁটির সামরিক কাঠামো অচল হয়ে গেছে। সে দেশের রাজধানী কিয়েভের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী।

   

এর আগে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া ইউক্রেনের সীমান্তরক্ষী ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তাদের তরফে কয়েকটি রুশ যুদ্ধ বিমানকে ধংস করার দাবি করা হয়।

ইউক্রেন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলীয় ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুহু গোলাবর্ষণ করছে রাশিয়া। আর সেই হামলা প্রতিহত করে চলেছে ইউক্রেন বিমানবাহিনী। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে রাশিয়া।

ইউক্রেন বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, রাজধানী কিয়েভের নিকটবর্তী এলাকায় ও বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলাও শুরু করেছে রাশিয়া। রুশ প্যারাট্রুপার সেনা প্রবেশ করার বিষয়টি অস্বীকার করা হয়েছে। তবে রাশিয়া বিশাল প্যারাট্রুপার বাহিনী পাঠিয়েছে বলে জানায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এক টেলিভিশন বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনবাস তথা ডোনেৎস্ক ও লুহানস্কে সেনা অভিযানের ঘোষণা করেন। বিবিসি জানায়, ইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ থেকে ছয়টি স্থানে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular