Ukraine War: রুশ বিমান হামলায় গুঁড়িয়ে গেল বিদ্যালয়, ইউক্রেনের দাবি মৃত অনেকে

রাশিয়ার বিমান বাহিনীর যত হামলা হয়েছে এখনও পর্যন্ত তাতে ছিল কিছুমাত্রায় নিয়ন্ত্রণ। এবার রুশ হামলায় গুঁড়িয়ে গেল ইউক্রেনের বিদ্যালয়। ধংসস্তুপে চাপা পড়ে আছে বেশকিছু দেহ।…

রাশিয়ার বিমান বাহিনীর যত হামলা হয়েছে এখনও পর্যন্ত তাতে ছিল কিছুমাত্রায় নিয়ন্ত্রণ। এবার রুশ হামলায় গুঁড়িয়ে গেল ইউক্রেনের বিদ্যালয়। ধংসস্তুপে চাপা পড়ে আছে বেশকিছু দেহ। (Ukraine War)

Advertisements

ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে  বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই অঞ্চলের দুটি স্কুল ভেঙে গেছে। অন্তত নয় জন নিহত হয়েছে বলে দাবি স্থানীয় ইউক্রেনীয় প্রশাসনের। স্থানীয় গভর্নর ভিয়াচেসলাভ চাউস এই তথ্য জানিয়েছেন। তবে এই বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করে কিছু বলেনি।

   

টানা অষ্টম দিনের মতো চলছে ইউক্রেন ও রাশিয়ার লড়াই। এতে দুই পক্ষের হতাহতের বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ ইউক্রেন দাবি করেছে, সংঘাতে এখন পর্যন্ত রাশিয়ার আনুমানিক নয় হাজার সেনা নিহত হয়েছে। রাশিয়া এই দাবির উত্তরে নীরব। তবে ইউক্রেনে হামলা আরও জোরদার হয়েছে।

ইউক্রেনের উপর রাশিয়ার হামলা নিয়ে খুব শীঘ্রই তদন্ত শুরু করবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা হয়। তবে রাশিয়া এখনও ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সরকারকে উৎখাত করতে পারেনি। তবে দুই দেশ এবং রাষ্ট্রসংঘের কর্মকর্তাদের মতে হাজার হাজার মানুষ এই যুদ্ধে নিহত বা আহত হয়েছেন। এই নিয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় একাধিক দেশ। আন্তর্জাতিক আদালতের আইনজীবী করিম খান টুইট করে জানিয়েছেন, “৩৯টি দেশের রেফারেল পাওয়ার পর ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে সক্রিয় তদন্ত শুরু হয়েছে”। খান এক বিবৃতিতে বলেন, প্রসিকিউটরের কার্যালয় “ইউক্রেনের ভূখণ্ডের যে কোনো অংশে যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ বা গণহত্যার অতীত ও বর্তমান অভিযোগের প্রমাণ সংগ্রহ করা শুরু হবে।