Ukraine War: ইউক্রেন কেটে বিশ্ব মানচিত্র ফের পাল্টে দিলেন পুতিন

আগেও বিশ্ব মানচিত্র বদলে দিয়েছেন পুতিন। কৃষ্ণসাগরের দ্বীপ ক্রিমিয়া তিনি ছিনিয়ে এনেছেন।

বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে’ গায়ের জোরে, টাকার বলে উপেনের জমি কিনেছিলেন (দখল করা) জমিদারবাবু। শুক্রবার যেন রবীন্দ্রনাথের সেই উপেনের আক্ষেপ আরও একবার জানিয়ে গেল ‘জোর যার জমি তার নীতি’ প্রয়োগের চিরন্তন তত্ত্ব। সেনা পাঠিয়ে ইউক্রেনের (Ukraine War) চারটি বৃহত অংশের দখল নিল (Russia) রাশিয়া। এই অঞ্চলগুলির আনুষ্ঠানিক অধিগ্রহণ করার বার্তা আগেই দিয়েছেন রুশ প্রেসিডেন্ট (Putin) পুতিন। সেই ঘোষণা মোতাবেক শুক্রবার পাল্টে গেল বিশ্ব মানচিত্র।

  • গণভোটে অধিকৃত এলাকায় রুশপন্থীদের জয়।
  • মস্কোতে ডিক্রি জারি করে দখলনামায় স্বাক্ষর পুতিনের।
  • বিলুপ্ত সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল ইউক্রেন।

বিস্তারিত খবর পড়ুন

   

বিবিসির খবর, সেনা পাঠিয়ে আগেই ইউক্রেনের পূর্বাংশের বিশাল শস্য বহুল এলাকাগুলি দখল করেছেন পুতিন। সেখানে চলছে রুশপন্থীদের অন্তর্বর্তী সরকার। এর মাঝে হয়েছে গণভোট। তাতে রুশপন্থীরা একচ্ছত্র জয়ী। রাশিয়ার সঙ্গে জুড়ে যেতে প্রায় একশ শতাংশ ‘হ্যাঁ’ভোট পড়েছে।

Ukraine War: ইউক্রেন কেটে বিশ্ব মানচিত্র ফের পাল্টে দিলেন পুতিন

রুশ সংবাদসংস্থা তাস জানাচ্ছে, শুক্রবার ইউক্রেনের চারটি অঞ্চল আনুষ্ঠানিকভাবে দখলে নিল রাশিয়া। ডোনেস্ক, লুহাস্ক, খেরশান ও ঝাপোরিঝিয়া নিজেদের দখলে নিতে ডিক্রিতে স্বাক্ষর করবেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

রয়টার্সের খবর, রাশিয়ার এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশ। মস্কোকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি আসতে শুরু করেছে।

আল জাজিরার খবর, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান রাশিয়া গায়ের জোরে লোকদেখানো গণভোট করিয়েছে। ইউক্রেন তার শক্তি নিয়েই প্রতিরোধ করছে। দেশের বহু এলাকা থেকে সরছে রুশ সেনা। লড়াই চলছে।

বিবিসির খবর, ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের আরেকটি অঞ্চল ক্রিমিয়া দখল করেছে রাশিয়া।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন