Ukraine War: ইউক্রেনের থিয়েটার হলে রুশ হামলা, বহু হতাহতের আশঙ্কা

ইউক্রেনের মারিওপোলের একটি থিয়েটার হলে হামলা চালিয়েছে রুশ বাহিনী। সেই  থিয়েটারে বহু মানুষ লুকিয়ে ছিলেন। হামলার (Ukraine War) পর হলটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।  এতে বহু…

ইউক্রেনের মারিওপোলের একটি থিয়েটার হলে হামলা চালিয়েছে রুশ বাহিনী। সেই  থিয়েটারে বহু মানুষ লুকিয়ে ছিলেন। হামলার (Ukraine War) পর হলটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।  এতে বহু মানুষ হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি জানাচ্ছে এই খবর।

ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা টুইটারে জানান এই তথ্য।  তিনি বলেন, বোমা বিস্ফোরণের আগে আনুমানিক এক হাজারের বেশি লোক থিয়েটারে আশ্রয় নিয়েছিলেন। হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মারিওপোল রক্তাক্ত। এই শহরে অন্তত দু হাজারের বেশি মৃত। মারিওপোল শহরের তিন লক্ষ বাসিন্দা আটকে আছেন। যেখানে খাবার, জল, বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বিবিসি, রয়টার্স সহ বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদন ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রুটির জন্য দাঁড়িয়ে ছিলেন এক দল ইউক্রেনীয়। সেখানেই হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ব্রিটেনের সংবাদপত্র  দ্য গার্ডিয়ান জানাচ্ছে, বুধবার সকালে এই ঘটনা ঘটেছে। গত সপ্তাহজুড়ে রুশ বাহিনী চেরনিহিভ শহরে গোলাবর্ষণ করছে।

ইউক্রেনে আক্রমণ চালানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সর্বসম্মতভাবে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে পুতিনকে নিন্দা জানানোর প্রস্তাবের পক্ষে দুই দলের সিনেটররা একযোগে ভোট দেন, যা এক বিরল ঘটনা।  আর রাশিয়ার তরফে ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।