Ukraine War: পুতিনের ভয়ানক রোষে কিয়েভবাসীর পাতালপ্রবেশ

জীবন হাতে করে দিন শুরু হচ্ছে ট্রেঞ্চে ও বাঙ্কারে। ভয়াবহ বোমা বর্ষণে কাঁপছে ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ। (Ukraine War) রুশ ড্রোন থেকে বোমা হামলা (Bomb…

জীবন হাতে করে দিন শুরু হচ্ছে ট্রেঞ্চে ও বাঙ্কারে। ভয়াবহ বোমা বর্ষণে কাঁপছে ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ। (Ukraine War) রুশ ড্রোন থেকে বোমা হামলা (Bomb Attack) হচ্ছে বলেই খবর বিবিসির।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রোষ দেখছেন ইউক্রেনীয়রা। আল জাজিরার খবর, ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার সাইরেন বাজে। তার পরঅন্তত ৪টি বিস্ফোরণ হয়। সোমবার সকালে বিস্ফোরণগুলি ঘটেছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

   

Ukraine

রয়টার্সের খবর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়েরমাখ বলেছেন কামিকাজে ড্রোন দিয়ে হামলাগুলো চালানো হয়েছে।গত সপ্তাহে কিয়েভে আঘাত হেনেছিল রাশিয়ার ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র। ১৯ জন নিহত হন। 

Ukraine War

বিবিসির খবর, বোমা হামলার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে যায়। স্থানীয় বাসিন্দারা বম্বে শেল্টারে থাকার নির্দেশ দিয়েছে ইউক্রেন সরকার।

বিবিসির খবর, রাশিয়া যে ড্রোন থেকে বোমা ফেলছে সেই কামিকাজে ড্রোন সরবরাহ করেছে ইরান। এর আগেও রাশিয়া এই ড্রোন ব্যবহার করেছে বলে ইউক্রেনের দাবি। তবে ইরানের তরফে রাশিয়াকে এমন ড্রোন দেওয়ার কথা অস্বীকার করা হয়।