টানা ১২ দিনের এই অভিযানে (Ukraine War) ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করেছে রুশ সেনা। হতাহত বহু মানুষ। রুশ সেনার অভিযানের পর থেকে একের পর এক নিষেধাজ্ঞা জারি হচ্ছে। সাকুল্যে সেই সংখ্যা সাড়ে পাঁচ হাজারের মতো।
গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে রুশ অভিযান চলছে। মঙ্গলবার অভিযানের ১৩ তম দিন। রাশিয়ার এই সামরিক অভিযানের বিরোধিতায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি ছাড়াও বিশ্বের অনেক দেশ ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে।
ইউক্রেন অভিযানের কারণে, রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি হয়েছে।এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার কবলে পড়া দেশগুলির মধ্যে শীর্ষে রাশিয়া। ৫ হাজার ৫৩২টি নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর ফলে এতদিন শীর্ষ নিষেধাজ্ঞার দেশ ইরানকে ছাড়িয়ে গেছে রাশিয়া। আল জাজিরার খবর, ইরানের ওপর বর্তমানে রয়েছে ৩ হাজার ৬১৬টি নিষেধাজ্ঞা।
আল জাজিরার খবর, রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ হয়েছে, তার মধ্যে শুধু ইউক্রেনের অভিযান শুরুর পর ২ হাজার ৭৭৮টি নিষেধাজ্ঞা এসেছে।
এদিকে ফের যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। মঙ্গলবার কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিউপোল শহরে মানবিক করিডোর খোলার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো। তবে গতবারের মতো নিজের ঘোষণা করা যুদ্ধবিরতি রাশিয়া নিজেই মানবে কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন। রাশিয়া বলেছে যে তারা হিউম্যান করিডোর খোলার সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে বেশিরভাগ রুট যায় রাশিয়া বা তার মিত্র বেলারুশের দিকে। তবে রাশিয়ার এই পদক্ষেপকে পাবলিসিটি স্টান্ট বলে অভিহিত করেছে ইউক্রেন।


