Ukraine War: শর্তসাপেক্ষে যুদ্ধ থামাতে চান পুতিন

মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। দীর্ঘ বৈঠকে একাধিক বিষয়ে কথা বলেছেন তারা। পুতিনের কাছে যুদ্ধবিরতি ঘোষণা এবং শান্তি বৈঠকের প্রস্তাব দেন গুতেরেস। পুতিনের বক্তব্য, কয়েকটি শর্ত মেনে নিলে শান্তি বৈঠকে বসতে তিনি রাজি।

রুশ প্রেসিডেন্ট পুতিনের শর্ত

   

রাষ্ট্রসংঘের মহাসচিব কে রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, ক্রিমিয়া সমস্যার সমাধান এবং পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলি নিয়ে স্পষ্ট বক্তব্য জানাতে হবে ইউক্রেনকে।

রুশ প্রেসিডেন্টের ইঙ্গিত, পূর্ব ইউক্রেনের রুশপন্থী অঞ্চলগুলিকে ইউক্রেন ছেড়ে দেবে। তারা স্বাধীনতা পেলেই ইউক্রেনের সঙ্গে শান্তি বৈঠক সম্ভব। ইউক্রেনকে রাশিয়ার শর্তগুলি মেনে নিতে হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, ইউক্রেন যুদ্ধ আরও দূর প্রসারিত হবে। পূর্ব ইউরোপের আরও জায়গা দখল করার চেষ্টায় আছেন পুতিন। পূর্ব ইউরোপের গণতন্ত্র ভেঙে তছনছ করে দিতে চাইছে রাশিয়া। এই যুদ্ধ একা ইউক্রেনের নয়, গোটা ইউরোপের।

জেলেনস্কির বক্তব্য, পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলি কী করবে, তা স্থির হবে অবাধ গণভোটের মাধ্যমে। যুদ্ধের আবহে তা সম্ভব নয়। মানুষ যা সিদ্ধান্ত নেবে, তিনি তা মেনে নেবেন।তবে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য বারবার বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

মস্কো সফরে রাষ্ট্রসংঘে প্রধান গুতেরেস বলেছেন, ইউক্রেনের মারিউপলে অবরুদ্ধ হয়ে থাকা মানুষকে উদ্ধারের সুযোগ করে দিতে। রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, রেডক্রস এবং রাষ্ট্রসংঘের উপস্থিতিতে উদ্ধারকাজ চালানো সম্ভব। কিন্তু তিনি অভিযোগ করেছেন, ইউক্রেনের সেনা ওখান অসামরিক মানুষদের যেতে দিতে চায় না। তারা তাদের ঢাল হিসেবে ব্যবহার করছে। অসামরিক মানুষদের সামনে রেখে তারা রাশিয়ার সেনার সঙ্গে লড়াইয়ের চেষ্টা করছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন