ছবিটা নড়িয়ে দিয়েছিল বিশ্বকে। এক গর্ভবতীকে জখম অবস্থায় কোনওরকমে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন কয়েকজন। চারিদিকে ধংসচিহ্ন। রাশিয়ার সেনা লাগাতার হামলা করেছে ইউক্রেনের মারিউপোলে (Ukraine War), সেখানে গুরুতর জখম হন এক ইউক্রেনীয় গর্ভবতী। সংবাদ সংস্থা এপি জানাচ্ছে তিনি মারা গেছেন।
বিবিসির খবর, প্রসূতি হাসপাতালে সন্তান জন্মদানের জন্য ভর্তি ছিলেন ওই মহিলা। গত বুধবার মারিউপোলে এক হাসপাতালে বোমা হামলা চালায় রুশ বাহিনী। এর পর ভিডিও ও ছবিতে দেখা যায় উদ্ধারকারীরা ওই গর্ভবতীকে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। তার রক্তাক্ত তলপেট দেখা যায়।
রয়টার্স জানাচ্ছে, উদ্ধারের পর তাকে কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যান।
চিকিৎসকরা বলেছেন, যখন ওই মহিলা বুঝতে পারেন সন্তান আর বেঁচে নেই তখন চিৎকার করে কেঁদে বলেন, আমাকে মেরে ফেলুন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটিকে প্রসব করানো হয়। কিন্তু দেখা যায়, শিশুটি আর বেঁচে নেই। তবে শেষমেষ কাউকে আর বাঁচানো যায়নি।
ইউক্রেনে টানা ১৯ দিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দেশটিতে রুশ হামলায় ৯০ শিশু নিহত। আহত শতাধিক শিশু। ইউক্রেন সরকার এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে কিয়েভ, খারকিভ, দোনেৎস্ক, চেরনিহিভ, সুমি, খেরসন, মিকোলাভিভ এবং ঝিতোমিরে।