Ukraine War: রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা চাপানোর কথা বলল ইউরোপীয় ইউনিয়ন

তুরস্কের বৈঠকে ক্রেমলিন প্রতিশ্রুতি দিয়েছিল ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানে (Ukraine War) রাশ টানা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি নিছকই যেন ছেলে ভুলানো কথা। বরং ইউক্রেনের বিভিন্ন…

তুরস্কের বৈঠকে ক্রেমলিন প্রতিশ্রুতি দিয়েছিল ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানে (Ukraine War) রাশ টানা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি নিছকই যেন ছেলে ভুলানো কথা। বরং ইউক্রেনের বিভিন্ন শহরের উপরেও নির্বিচারে গোলাগুলি, ক্ষেপণাস্ত্র হামলা চলছে।

ইউক্রেনের বিদেশ মন্ত্রী দিমিত্র কুলেবা রবিবার বলেছেন, প্রবল বাধা পেয়ে রুশ সেনা পিছু হটতে শুরু করলেও তারা নৃশংসভাবে সাধারণ মানুষের উপর আক্রমণ চালাচ্ছে। বন্দর শহর মাইকোলিয়েভে এদিনও পুতিনের বাহিনী একের পর এক রকেট হামলা চালিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের প্রধান মাইকেল চার্লস এদিন ফের পুতিনের কড়া নিন্দা করছেন। চার্লস বলেছেন, সব ধরনের অনুরোধ, পরামর্শকে উপেক্ষা করে রাশিয়ার বাহিনী ইউক্রেনে ধ্বংসলীলা চালাচ্ছে। সবক শেখাতে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা জারি করা দরকার।

অন্যদিকে রাষ্ট্রসংঘের শরণার্থী সংক্রান্ত বিভাগের দাবি, এখনও পর্যন্ত প্রাণ বাঁচাতে ইউক্রেন থেকে প্রায় ৪২ লাখ মানুষ চলে গিয়েছেন। চরম অমানবিক কাজ করছে রাশিয়া। ইতিমধ্যেই ইউক্রেনে চরম খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। হাসপাতালগুলিতে রক্তের আকাল দেখা দিয়েছে। প্রতি মুহূর্তেই আহত মানুষের ভিড় বাড়ছে হাসপাতালে। আর্থিক পরিস্থিতিও ক্রমশ খারাপ থেকে খারাপতর হচ্ছে। ইউক্রেনের আয়ের অন্যতম উৎস গম। কিন্তু ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে ইউক্রেনের গম রফতানি চারগুণ কমেছে।