Ukraine War: রুশ সেনার হামলায় শিশু হাসপাতাল ধ্বংস, বহু মৃত্যুর আশঙ্কা

ইউক্রেনের (Ukraine War) মারিওপোলে একটি শিশু হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া ওই হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। বিবিসি জানাচ্ছে, শিশু হাসপাতালের ওপর রুশ বোমাবর্ষণের ঘটনার তীব্র নিন্দা…

Children's Hospital Destroyed by Russian Army Attack

ইউক্রেনের (Ukraine War) মারিওপোলে একটি শিশু হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া ওই হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। বিবিসি জানাচ্ছে, শিশু হাসপাতালের ওপর রুশ বোমাবর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। হামলার ঘটনার ভিডিও ফুটেজ সহ তিনি টুইট করেন, “নৃশংসতা, ধ্বংসাবশেষের নিচে মানুষ, শিশুরা চাপা পড়েছে।” তিনি অবিলম্বে ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ কার্যকরের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আপনাদের ক্ষমতা আছে কিন্তু আপনারা মানবতা হারিয়ে ফেলছেন।”

রুশ বোমা হামলায় হাসপাতালটির শিশু ও প্রসূতি বিভাগ ধ্বংস হয়ে গেছে বলে শহরটির কর্তৃপক্ষ ফেসবুকে জানান। বিবিসির খবর, বেশ কয়েকদিন ধরেই এ শহর ঘিরে রেখেছে রুশ সেনারা। সেখান থেকে অসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। এর মধ্যে এই হামলার খবর এলো।ওই হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলায় কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে এখনও নিশ্চিত খবর নেই। মারিওপোলের ওই হাসপাতালের প্রসূতি, শিশু ও থেরাপি ওয়ার্ড রাশিয়ার বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আহতদের পাশে থাকা হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।