HomeUncategorizedUkraine War: জ্বলছে ক্রিমিয়া সেতু, 'সবে তো শুরু'...বার্তা পেলেন পুতিন

Ukraine War: জ্বলছে ক্রিমিয়া সেতু, ‘সবে তো শুরু’…বার্তা পেলেন পুতিন

কৃষ্ণসাগর তীরে ক্রিমিয়ায় রুশ সেনার যাওয়া আসার পথ ধংস করল ইউক্রেন। পুতিনকে কড়া বার্তা।

- Advertisement -

ইউক্রেন থেকে কেটে নেওয়ার পর কৃষ্ণসাগর তীরে অতি গুরুত্বপূর্ণ ভূখণ্ড ক্রিমিয়া (Crimia) এখন রাশিয়ার অধীনে।+এবার সেখানকার গুরুত্বপূর্ণ সেতুতে বিস্ফোরণের ছবি দেখে বিশ্ব শিহরিত। সেই সঙ্গে ইউক্রেন থেকে বার্তা গেল রাশিয়ায় (Russia) সবে তো শুরু…! (Ukraine War)

জার্মানির ডয়েচভেল সংবাদমাধ্যমে বলা হয়েছে, মালবাহী ট্রাকে বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতু৷ ঘটনার পর সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে৷ তদন্তের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷

   

২০১৪ সালে ইউক্রেন থেকে কেটে নিয়ে ক্রিমিয়ার দখল করে রাশিয়া। কৃষ্ণসাগর তীরে ক্রিমিয়া এখন রুশ নৌ সেনার খুবই গুরুত্বপূর্ণ ঘাঁটি। রাশিয়া থেকে ক্রিমিয়া যেতে একটি ১৮ কিলোমিটারের বেশি দীর্ঘ সেতু পার হতে হয়।

বিবিসির খবর, সেই ক্রিমিয়া সেতুতে প্রবল বিস্ফোরণ হয়। সেই মুহূর্তে রুশ সেনার জন্য রসদ নিয়ে মালগাড়ি যাচ্ছিল। প্রবল বিস্ফোরণের পর পুরো এলাকা জুড়ে আগুনের শিখা দেখা যাচ্ছে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণে সেতুটি বন্ধ রাখা হয়েছে।

রয়টার্সের খবর, বিস্ফোরণের সময় ক্রিমিয়া সেতুর উপরে একটি তেলের ট্যাঙ্কারে আগুন ধরে। সেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে।

রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, ক্রিমিয়া সেতু দিয়ে আপাতত কোনও সামরিক সরঞ্জামের গাড়ি যাবে না। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিস্ফোরণের পর ইউক্রেন জুড়ে উল্লাস শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া মারফত রাশিয়ার কাছে বার্তা গেছে চমকিও না পুতিন, সবে তো শুরু।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular