Ukraine War: ইউরোপে যুদ্ধ, রুশ হামলার ভয়াবহ ছবি প্রকাশ

পরপর মিসাইল হামলায় ভেঙে পড়ল কি ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা? বিশ্ব জুড়ে প্রশ্ন। ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের কাছে রুশ হামলা ও বিস্ফোরণের ছবি এসেছে। এতে স্পষ্ট…

short-samachar

পরপর মিসাইল হামলায় ভেঙে পড়ল কি ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা? বিশ্ব জুড়ে প্রশ্ন। ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের কাছে রুশ হামলা ও বিস্ফোরণের ছবি এসেছে। এতে স্পষ্ট রাশিয়ার হামলা জবরদস্ত। তবে ইউক্রেন দাবি করছে, আকাশ যুদ্ধে রুশ যুদ্ধ বিমানের সঙ্গে মুখোমুখি লড়াই চলছে। (Ukraine War)

   

বিবিসির খবর, ইউক্রেন সরকারের দাবি তারা কয়েকটি রুশ যুদ্ধ বিমানকে ভূপতিত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, তার দেশে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করছে রাশিয়া।

রুশ প্রেসিডেন্ট পুতিন জানান, তাঁর সেনা শুধুমাত্র ইউক্রেনের সামরিক বস্তুর উপর আঘাত করছে। জনবহুল এলাকা এড়িয়ে যাচ্ছে রুশ সেনা।

ইউক্রেনেসামরিক অভিযানের ঘোষণা করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের তরফে পুতিনকে মানবিকতার খাতিরে অভিযান বন্ধ করতে অনুরোধ করা হয়। ঠিক একই সময়ে মস্কো থেকে টেলিভিশন ভাষণে পুতিন ডনবাসে অভিযানের ঘোষণা করেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার হামলার জোরালো আশঙ্কার মধ্যেই কিয়েভে বিস্ফোরণের খবর সামনে আসছে।