Ukraine War: দেশভাগের চেষ্টা করছে রাশিয়া, দাবি ইউক্রেনের

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের একমাস পেরিয়ে গিয়েছে। এখনও চলছে যুদ্ধ। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমের কাছ থেকে আরও ট্যাঙ্ক, প্লেন এবং ক্ষেপণাস্ত্র চেয়েছেন।…

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের একমাস পেরিয়ে গিয়েছে। এখনও চলছে যুদ্ধ। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমের কাছ থেকে আরও ট্যাঙ্ক, প্লেন এবং ক্ষেপণাস্ত্র চেয়েছেন।

রাষ্ট্রসংঘের মতে, রাশিয়ার আগ্রাসনের পর থেকে ৩.৮ মিলিয়নেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়েছে। ইউক্রেন রবিবার জানিয়েছে যে রাশিয়া দেশটিকে ভাগ করার লক্ষ্যে এগোচ্ছে। উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সংস্করণে দেশভাগ করতে চাইছে তারা। “ইউক্রেনের যে অংশগুলি রাশিয়া দখল করেছে সেখানে বিচ্ছিন্নতার রেখা টেনে দিতে পারে তারা। ডিফেন্স ইন্টেলিজেন্সের প্রধান কিরিলো বুদানভ সোশ্য়াল মিডিয়ায় একথা বলেছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলিকে ইউক্রেনকে ট্যাঙ্ক, বিমান এবং ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য অনুরোধ করেন। পশ্চিমের থেকে আশানুরূপ সাহায্য না পাওয়ায় তিনি সরাসরি তোপ দাগেন। বলেন তারা কি মস্কোকে ভয় পায়।

সম্প্রতি ইউক্রেনের দ্বিতীয় প্রধান শহর খারকিভের একটি পারমাণবিক চুল্লিতে রুশ সেনাবাহিনী হামলা করেছে। হামলায় এখন পর্যন্ত তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ হয়নি। কিয়েভ ইন্ডিপেনডেন্ট ও বিবিসি এই খবর জানিয়েছে। এপি ও আলজাজিরার খবর, খারকিভ ইন্সটিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির পরমাণু গবেষণা চুল্লিতে রুশ সেনারা হামলা চালিয়েছে। সেখানকার ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। ইউক্রেনের স্টেট নিউক্লিয়ার রেগুলেটরি ইন্সপেক্টরেট জানিয়েছে, বোমাবর্ষণের ফলে পরমাণু চুল্লির গুরুতর বিকিরণ খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।