ইউক্রেন সীমাম্তে (Ukraine Crisis) ঠিক কী ঘটছে? বিশ্ব জুড়ে প্রশ্ন। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট বেলারুশ সরকারের সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে রুশ সেনা। মস্কো থেকে রুশ সংবাদসংথা তাস (Tass) জানাচ্ছে মহড়া চলছে।
বিবিসি ও ফক্স নিউজের খবর, দুই দেশের যৌথ বাহিনীর মহড়ায় ইউক্রেন জুড়ে আতঙ্ক। তবে ইউক্রেনীয় সেনা তৈরি যে কোনও হামলা রু়খচে।তাদের সমর্থনে এসেছে মার্কিন নেতৃত্বের ন্যাটো বাহিনী।
আমেরিকা ও রাশিয়ার মধ্যে পরিস্থিতি উত্তরোত্তর উত্তপ্ত হচ্ছে। ইতিমধ্যেই ইউক্রেন থেকে মার্কিন নাগরিকদের ফিরে আসার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর বক্তব্যে উসকে উঠছে বিশ্বের দুই শক্তিশালী দেশের সম্মুখসমরে নামার আশঙ্কা।
বৃহস্পতিবার বাইডেন নির্দেশ দিয়েছেন, ইউক্রেনে যে সব মার্কিন নাগরিকরা রয়েছেন, তাঁরা যেন অবিলম্বে দেশে ফিরে আসেন। মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক যে এখন বেশ গরম তা ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন তিনি।
সাবেক সোভিয়েতের অঙ্গরাজ্য রাশিয়া ও ইউক্রেন। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর ইউক্রেন আলাদা রাষ্ট্র হয়। বেলারুশ সোভিয়েত থেকে আলাদা হলেও তারা রাশিয়ার লবিতে।
ইউক্রেন রুশ সীমান্তের বিতর্কিত জমি নিয়ে দুই দেশের উত্তেজনা চরমে। এর জেরে সেনা সমাবেশ করেছে রাশিয়া। উত্তেজনা এমন যে কোনও মুহূর্তে সংঘর্ষ লাগতে পারে। এমনই জানাচ্ছে জার্মান রেডিও ডয়েচভেল।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমেরিকার নাগরিকরা ইউক্রেন ছাড়ুন। রাশিয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন, আমরা বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর সাথে মোকাবিলা করছি। পরিস্থিতি খুব জটিল। সবকিছু দ্রুত অন্যরকম হয়ে যেতে পারে।