UK : রানির গোঁসা কমেনি, বরিসের বিপদ কাটছে না

টলছে ইংল্যান্ডের (UK) প্রধানমন্ত্রীর গদি। টলছে বরিস জনসনের (Boris Johnson) ভাগ্য। ডাউংস্ট্রিটের খুব কাছে এসে গিয়েছেন এক ঋষি (Rishi Sunak)। মাথা ব্যাথা ক্রমে বাড়ছে প্রধানমন্ত্রীর।…

UK

টলছে ইংল্যান্ডের (UK) প্রধানমন্ত্রীর গদি। টলছে বরিস জনসনের (Boris Johnson) ভাগ্য। ডাউংস্ট্রিটের খুব কাছে এসে গিয়েছেন এক ঋষি (Rishi Sunak)। মাথা ব্যাথা ক্রমে বাড়ছে প্রধানমন্ত্রীর। রানিও গোঁসা কমেনি।

এক বছর আগের এক পার্টি এখনও চর্চায়। ‘ব্রিং ইউর ওউন বুজ’ বলে এখন মাথা চুলকোচ্ছেন বরিস জনসন। মদের আসর বসানোর সময় ইংল্যান্ড জুড়ে চলছিল কড়া বিধি-নিষেধ। করোনা ভাইরাসের থাবায় তখন সন্ত্রস্ত ইংল্যান্ড। এমন সময় বাগানের ফুরফুরে হাওয়ায় সস্ত্রীক মদিরায় ডুব দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী।

ইউরোপেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে বিদ্যুৎ-গতিতে৷ অন্যতম প্রভাবিত দেশ ইংল্যান্ড। আক্রান্তের সংখ্যা গত বছরের থেকেও বেশি বলে মনে করা হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের শুরু দিকে গড়ে এক সপ্তাহে করোনা পজিটিভ ছিলেন ৫২ হাজারের বেশি মানুষ। এ বছর সেই সংখ্যাটাই গড়ে দেড় লক্ষের কাছাকাছি। প্রধানমন্ত্রী বরিস জনসন করোনার বিরুদ্ধে জয় ঘোষণা করে দিয়েছিলেন এক সময়। ক্যামেরার সামনে লহমায় মুখ থেকে খুলে দিয়েছিলেন মাস্ক। যার খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। এখন যা ট্রেন্ড তাতে তাঁর গদি হারানো শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ।

স্কুলে পড়াশোনা চলছে। কিন্তু অশনি সংকেত দেখছেন শিক্ষকরা। যে কোনো সময়ে ঘটতে পারে অঘটন। কারণ সরকার উদাসীন। পড়ুয়াদের স্বাস্থ্যকর পরিবেশ প্রদানের জন্য ক্লাসরুমে এয়ার পিউরিফায়ার থাকার কথা। কিন্তু কোথায় কি! উপযুক্ত পরিকাঠামো ছাড়াই চলছে শিক্ষা ব্যবস্থা।

বরিসের উত্তরসূরী হিসেবে ইংল্যান্ডের হাওয়ায় ভেসে বেড়াচ্ছে ঋষি শৌনকের নাম। ইনি ভারতীয় বংশদ্ভূত। দুই মেয়ের নাম রেখেছেন কৃষ্ণা এবং অনুষ্কা। ইংল্যান্ড পার্লামেন্টে প্রথম প্রবেশ করেছিলেন ২০১৫ সালে। শৌনক ইয়র্কশায়ার রিচমন্ডের এমপি। ২০১৭ এবং ২০১৯ সালেও নির্বাচিত হয়েছিলেন তিনি। অর্থনীতিতে তাঁর পান্ডিত্যকে কাজে লাগিয়েছেন খোদ ইংল্যান্ডের অর্থমন্ত্রী। রাজনীতি, দর্শন নিয়েও পড়েছেন প্রচুর বই। অক্সফোর্ড, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি রয়েছে তাঁর। এই ঋষিই এখন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের অফিসের খুব কাছে।