প্যাংগং লেক থেকে গাড়িতে ৮ ঘন্টা পর সায়ক নদীর তীরে ছোট্ট ইসলামিক গ্রাম তুরতুক। এক সময় এই অঞ্চলটি ছিল বালতিস্তানের অধীন। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় এলাকাটি চলে আসে ভারতে।
কী দেখবেন:
এপ্রিকট, আপেল, ন্যাসপাতির বাগান। প্রাচীন রাজবাড়ি যেখানে এখনও বাস করে তোরাও খানের বংশধরেরা। শাহ হামদানি মসজিদ, বৌদ্ধগুম্ফা, পানি চাক্কি, পোল খেলার মাঠ সঙ্গে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য।
কোথায় থাকবেন:
তুরতুকে ঘুরতে এবং থাকতে যোগাযোগ করুন করিম বাগডোরার সঙ্গে ( ফোন: ০৯৪৬৯৫৮১০৮৫ )
মনে রাখবেন:
- তুকতুকে মহিলাদের ছবি তোলা নিষিদ্ধ।
- সব সময় মিনারেল ওয়াটার খাবেন।
- এখানে প্রিপেইড মোবাইল কাজ করে না, ওনলি পোস্টপেড।
- পোর্টেবল অক্সিজেন ক্যান সঙ্গে রাখবেন।