উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূলঃ অভিষেক

উপ রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূল।…

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূলঃ অভিষেক

উপ রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূল। তৃণমূলের প্রায় সমস্ত সাংসদ ভোটদানে বিরত থাকার ব্যাপারে একমত হয়েছেন বলে জানিয়েছেন অভিষেক।

২১ জুলাই সমাবেশের পর টিএমসির বৈঠকে স্থির হয় উপরাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ধনখড়কে সমর্থন করছে না তৃণমূল কংগ্রেস। তবে নির্বাচনে ভোটদানে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস।

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূলঃ অভিষেক

এদিকে সিপিআইএমের অভিযোগ, দার্জিলিংয়ে মমতা ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে ধনখড়ের বৈঠকে সব ঠিক হয়েছিল।

Advertisements

সিপিআইএমের অভিযোগ নিয়ে প্রশ্নের মুখে অস্বস্তিতে পড়েন অভিষেক। তিনি বলেন, রাষ্ট্রপতি পদের ভোটে সিপিআইএমের সমর্থন জেতা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কেন ভোট দেননি।

অভিষেক জানিয়েছেন, রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনখড়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস দলের যে সম্পর্ক ছিল, তা থেকেই তাঁকে সমর্থনের প্রশ্ন নেই। আর বিরোধী প্রার্থী হিসেবে মার্গারেট আলভাকে যেভাবে কোনও আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে বেজায় ক্ষুব্ধ দলের নেতারা। তাই তৃণমূলের তরফে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।