Madan Mitra: নিজেকে গুটিয়ে নিয়েছি, মদনের অবসর পরিকল্পনায় তৃণমূলে শোরগোল

নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি। যা না পাওয়ার ছিল সেটা না পাওয়াই থাক। রোদন ভরা এ বসন্তের গান গাইতে যাইনি। আশি কেজি ওজন হয়ে গেছে।…

নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি। যা না পাওয়ার ছিল সেটা না পাওয়াই থাক। রোদন ভরা এ বসন্তের গান গাইতে যাইনি। আশি কেজি ওজন হয়ে গেছে। এটা ঠিক নয়। অনেক দিন তো হলো। এমন বার্তা দিয়ে শোরগোল ফেলে দিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) কামারহাটির বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী (Madan Mitra) মদন মিত্র।

মদন মিত্রের অবসরকালীন বার্তার পর রাজনৈতিক মহলে প্রশ্ন, তৃ়ণমূল ত্যাগ নাকি রাজনীতি ত্যাগ? মদন মিত্র বলেছেন, আপাতত ২০২৬ অবধি বিধায়ক আছি। তারপর নতুন করে ভাবতে হবে। সকলকেই ভাবতে হবে আর দাঁড়ানো উচিত কিনা। অন্য কারও দাঁড়ানো উচিত কি না। আমার থেকে ভাল আর কেউ আছে কি না।

তিনি আরও বলেন, আমি বিধানসভায় গিয়ে অনেককেই বলতে শুনেছি উনি ১১ বারের বিধায়ক। আমার খারাপ লাগে। সেটা না করে ছেলে, নাতি এঁদের সুযোগ দিলে ভাল হত। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে। তাঁর সংযোজন, এ সব না করে ছেলে, নাতি এঁদের সুযোগ দিলে ভাল হত। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে।

কয়েকদিন আগেই রাজনীতি থেকে অবসরের কথা বলেছেন বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায় । এবার সেই সুরেই সুর মেলালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বরাবর রাজনীতিতে কালারফুল ব্যক্তি মদন মিত্রের মুখে এধরনের কথা শুনে হতবাক তাঁর বিপক্ষ দলের নেতারা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন জনপ্রিয় নেতা মদন মিত্র। ছিলেন ক্যাবিনেট মন্ত্রী।

madan mitra
‘ওহ লাভলি’: পরনে হলুদ ধুতি আর খালি শরীরে সোশাল মিডিয়ায় মদন-ঝড়

কিছুদিন আগেই রাজনীতি থেকে অবসরের কথা জানিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী তাপস রায়। প্রবীন নেতাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, বয়সের একটা ঊর্ধ্বসীমা থাকা উচিত প্রবীণ নেতাদের বার্তা তাপসের । তিনি আরও বলেন, আমি নতুন প্রজন্মের কথা বলব, আর নিজে পদ আঁকড়ে থাকব হয় নাকি!