Travel Dawaipani : মেঘ মুলুকের দেশ দাওয়াইপানি

কোভিড আর লকডাউনে দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে সকলেই হাঁপিয়ে উঠেছেন। সেই সঙ্গে ওয়ার্ক ফ্রম হোমে বেড়েছে মানসিক চাপও। আর এই ক্লান্তি কাটানোর সেরা উপায় হল…

dawaipani

কোভিড আর লকডাউনে দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে সকলেই হাঁপিয়ে উঠেছেন। সেই সঙ্গে ওয়ার্ক ফ্রম হোমে বেড়েছে মানসিক চাপও। আর এই ক্লান্তি কাটানোর সেরা উপায় হল ঘরের বাইরে দু পা ফেলে কোথাও গিয়ে ঘুরে আসা। আর এই ঘুরতে যাওয়ার প্রসঙ্গ আসলেই ১০০ জনের মধ্যে ৯০ জনের ভোট থাকে পাহাড়ের দিকে। পাহাড় হল বাঙালির হারিয়ে যাওয়ার ঠিকানা। ভাবছেন কোথায় পাবেন এমন হারিয়ে যাওয়ার ঠিকানা? আজ রইল তারই খোঁজ।

শান্ত, নিরিবিলি পাহাড়ি গ্রাম, নাম না জানা রঙিন ফুল আর খাঁটি দার্জিলিং চায়ে চুমুক দিয়ে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চান তাহলে অবশ্যই আপনার গন্তব্যহোক দাওয়াইপানি। দার্জিলিং থেকে মাত্র এক ঘন্টার পথ দাওয়াইপানি। বাগডোগরা কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়িতে দাওয়াইপানি যেতে সময় লাগবে ৩ থেকে সাড়ে ৩ ঘন্টা মতো।

dawaipani

<

p style=”text-align: justify;”>এই গ্রামের জনসংখ্যা মেরেকেটে ১৫০। আছে ছোট্ট একটি প্রাইমারি স্কুল। বেশিরভাগ মানুষই জীবীকা অর্জন করেন চাষবাস করে। প্রত্যেকের বাড়ি সংলগ্ন রয়েছে ছোট্ট জমি। সেখানে যা সবজি হয় তাই কিন্তু ওনারা খাওয়ান হোম স্টে-এর অতিথিদের। দাওয়াইপানির নৈসর্গিক দৃশ্য কিন্তু অসাধারণ। বাম দিকে দার্জিলিং এর পাহাড়, সামনে তাকালে সিকিমের নামচি আর ডানদিকে কালিম্পং। আর হোম স্টে এর দরজা বরাবর তাকালে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ। গ্রামের প্রায় সব হোম স্টে থেকেই সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দাওয়াইপানির উচ্চতা ৬৫০০ ফুট। তবে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে যে কাঞ্চনের দেখা পাবেন তা কিন্তু দার্জিলিং থেকেও কখনও পাবেন না। আর রাতের দার্জিলিং পাহাড় দেখলে মনে হবে অকাল দীপাবলি।