দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরছেন হিরণ-পায়েল জুটি

টলিউডের জনপ্রিয় অনস্ক্রিন জুটিদের কথা উঠলে হিরণ চট্টোপাধ্যায় এবং পায়েল সরকারের (Hiran-Payel) নাম প্রথম সারিতেই আসে। এক দশকেরও বেশি সময় আগে তাঁদের একসঙ্গে করা সিনেমাগুলি…

টলিউডের জনপ্রিয় অনস্ক্রিন জুটিদের কথা উঠলে হিরণ চট্টোপাধ্যায় এবং পায়েল সরকারের (Hiran-Payel) নাম প্রথম সারিতেই আসে। এক দশকেরও বেশি সময় আগে তাঁদের একসঙ্গে করা সিনেমাগুলি যেমন “লে হালুয়া”, “জামাই বরণ”, “জামাই ৪২০” এবং “জিও পাগলা” দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। সেই জুটিকে ঘিরে তখন থেকেই গড়ে উঠেছিল বিপুল জনপ্রিয়তা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে অনেক কিছু। পায়েল বিভিন্ন ওয়েব সিরিজ এবং সিনেমায় নিয়মিত কাজ করলেও ২০২০ সালের পর থেকে হিরণকে আর বড় পর্দায় দেখা যায়নি।

অভিনয় জগৎ থেকে দূরে সরে যাওয়ার পেছনে বড় কারণ ছিল রাজনীতিতে তাঁর যোগদান। ঘাটাল লোকসভা আসনে দেবের বিরুদ্ধে প্রার্থী হয়ে লড়েছিলেন তিনি, যদিও সেই লড়াইয়ে পরাজিত হতে হয়েছিল। এরপর থেকেই হিরণকে আর সিনেমার জগতে দেখা যায়নি। কিন্তু দীর্ঘ বিরতির পর অবশেষে ফের বড় পর্দায় ফিরতে চলেছেন তিনি, তাও আবার তাঁর পুরনো সহ-অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে জুটি বেঁধে।

   

টলিউডে এখন গুঞ্জন, জনপ্রিয় পরিচালক নেহাল দত্তের পরিচালনায় তৈরি হচ্ছে হিরণ ও পায়েলের নতুন সিনেমা। যদিও এখনো পর্যন্ত প্রযোজনা সংস্থা বা অভিনেতা-অভিনেত্রীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তথাপি ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবির শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই ঘোষণা করা হবে ছবির নাম এবং মুক্তির তারিখ।

এই খবরে উচ্ছ্বসিত তাঁদের ভক্তরা। পুরনো প্রিয় জুটিকে একসঙ্গে আবার বড় পর্দায় দেখতে পাওয়ার প্রত্যাশা তাঁদের মধ্যে নস্টালজিয়ার ঢেউ তুলেছে।

রাজনীতি এবং পেশাগত জীবনের পাশাপাশি হিরণের ব্যক্তিগত জীবনও ছিল আলোচনার কেন্দ্রে। স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের খবর থেকে শুরু করে অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কের গুঞ্জন— সব কিছু নিয়েই শিরোনামে এসেছিলেন তিনি। তবে এই সমস্ত বিতর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মন্তব্য করেননি অভিনেতা।

তবে ব্যক্তিগত জীবনের সমস্ত ওঠা-নামা পেরিয়ে তিনি এবার আবার তাঁর প্রথম প্রেম—অভিনয়ে—ফিরতে চলেছেন। আর সেই ফিরে আসা নিঃসন্দেহে দর্শকদের কাছে এক বড় উপহার।

Advertisements

সম্প্রতি টলিউডে একাধিক পুরনো জনপ্রিয় জুটি আবারও পর্দায় ফিরছে। দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তনের পর থেকেই দর্শক মহলে বেড়েছে পুরনো পছন্দের জুটিদের ফিরে পাওয়ার দাবি। কেউ দেখতে চান দেব-কোয়েলকে, কেউ আবার প্রসেনজিৎ-শুভশ্রীকে। ঠিক সেই সময়েই হিরণ ও পায়েলের পুনরায় এক হওয়ার খবর যেন বাড়িয়ে দিয়েছে উত্তেজনা।

পায়েল এই মুহূর্তে ওয়েব এবং সিনেমা— দুই জায়গাতেই সমানতালে কাজ করছেন। অন্যদিকে, দীর্ঘদিনের বিরতির পর হিরণের প্রত্যাবর্তন নতুন প্রজন্মের দর্শকদের কাছেও আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

“লে হালুয়া” থেকে “জিও পাগলা”— প্রতিটি সিনেমাই ছিল বাণিজ্যিক সাফল্যের উদাহরণ। সেই হিট অনস্ক্রিন জুটির পুনরাগমন টলিউডের জন্য যেমন বড় খবর, তেমনই সিনেপ্রেমীদের জন্যও তা এক বিশেষ মুহূর্ত। তাঁদের কেমিস্ট্রি আগের মতোই জাদু সৃষ্টি করতে পারে কি না, এখন সেটাই দেখার।

সব মিলিয়ে বলা যায়, পরিচালক নেহাল দত্তের পরিচালনায় হিরণ ও পায়েল আবারও বড় পর্দায় ফিরছেন। নতুন সিনেমার ঘোষণা ঘিরে উত্তেজনা তুঙ্গে। টলিউডপ্রেমীদের এখন অপেক্ষা শুধুই আনুষ্ঠানিক ঘোষণার এবং মুক্তির তারিখ জানার।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News