প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ TMC সভাপতির বিরুদ্ধে

tmc

প্রধান পদে বসানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়। টাকা আদায়ের অভিযোগ তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পাঁচজনকে প্রধান করার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। কালিয়াচকের গয়েশবাড়ি অঞ্চলের ঘটনা।

অভিযোগ গয়েশবাড়ি পঞ্চায়েতের অঞ্চল সভাপতি (TMC’s Goeshbari Panchayat Regional President ) মিরাজুল বসনি এবং তার ছেলে প্রধান পদে বসানোর প্রতিশ্রুতি দিয়ে কারোর কাছে ১০ লক্ষ ১৫ লক্ষ আবার কুড়ি লক্ষ টাকাও ঘুষ নিয়েছেন। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুর ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি kolkata 24/7।

   

এই গোটা ঘটনায় যিনি প্রধান পদে বসার জন্য সব চেয়ে বেশি টাকা দিয়েছে তাকে পদে বসাতে গিয়ে বাধে তুমুল উত্তেজনা। ক্ষুব্ধ হয় অন্যান্যরা। তারা এই প্রধানকে মানবেনা বলে জানান। টাকা নিয়ে যাকে তাকে প্রধান করা হচ্ছে বলে অভিযোগ।

তবে এই গোটা ঘটনায় মিজারুল ও তার ছেলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। গয়েশবাড়িতে মোট আসন সংখ্যা ২৬টি। ভোটে তৃণমূল ১৪ টি, কংগ্রেস ৯টি, সিপিএম ২টি, আইএসএফ ১টি আসনে জয়ী হয়।

সিপিএমের একজন প্রার্থী ভোটে জেতার পর তৃণমূলে যোগদান করে। ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫। নির্বাচিত প্রতিনিধির অভিযোগ তাকে প্রদান করার প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা নিয়েছে অঞ্চল সভাপতি।

এছাড়াও অনেক ব্যক্তির কাছ থেকে তিনি টাকা পয়সা নেন। তবে যার কাছ থেকে ৩৪ লক্ষ টাকা নিয়েছিলেন। তাকে ভোট দিতে বলায় তারা প্রতিবাদ করা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন