East Bengal: ক্লাব সদস্যদের টিকিট বিতরন নিয়ে বিশেষ ঘোষণা

ডুরান্ড কাপের সূচি ঘোষণার পর থেকেই বড় ম্যাচ নিয়ে উন্মাদনা চরমে উঠেছে দলের সমর্থকদের মধ্যে। শুরু। গত ৩রা আগস্ট থেকে মোহনবাগান ও ৬ ই আগস্ট থেকে নিজেদের অভিযান শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দল। প্র

East Bengal Ground

ডুরান্ড কাপের সূচি ঘোষণার পর থেকেই বড় ম্যাচ নিয়ে উন্মাদনা চরমে উঠেছে দলের সমর্থকদের মধ্যে। শুরু। গত ৩রা আগস্ট থেকে মোহনবাগান ও ৬ আগস্ট থেকে নিজেদের অভিযান শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (ম) দল। প্রথম ম্যাচে বাংলাদেশ সেনা দলের বিপক্ষে বড় ব্যবধানে সবুজ-মেরুনের জয় আসলেও প্রথম ম্যাচে দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকে ও জয় আটকে গিয়েছে লাল-হলুদের। যা নিয়ে হতাশ দলের সমর্থকরা।

তবে এবার সকলের নজর আগামী ১২ ই আগস্ট আয়োজিত হতে চলা ডার্বির দিকে। তবে ম্যাচের টিকিট নিয়ে একেবারে শুরু থেকেই তৈরি হয়েছে নানা সমস্যা। এই প্রসঙ্গে কয়েকদিন আগেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের তরফ থেকে এই নিয়েই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন সবুজ-মেরুনের কর্তা দেবাশীষ দত্ত ও লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার ও সেনাবাহিনীর কর্তারা। কিন্তু ডুরান্ড কমিটির তরফ থেকে যে শর্ত দেওয়া হয়েছে তা কিছুতেই মেনে নিতে পারছে না লাল-হলুদ শিবির।

যারফলে, বৈঠকের মাঝপথেই বেরিয়ে আসে ইস্টবেঙ্গল। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিকিট প্রসঙ্গে দেবব্রত সরকার বলেন, “গত বছর ডুরান্ডের কথা মাথায় রেখে দুই ক্লাবকে নয় হাজার টিকিট দেওয়া হলেও এবার তা বদলে গিয়েছে। এক্ষেত্রে ক্লাবের তরফ থেকে মোটা অঙ্কের অর্থ দিয়ে টিকিট নেওয়ার কথা বলা হচ্ছে। তাছাড়া ম্যাচের টিকিট যদি বেঁচে যায় তাহলে তার দায় থাকবে সেই ফুটবল ক্লাবের।” যা নিয়ে তীব্র অসন্তোষ দেখা দেয় ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে। এমনকি মাঠে না যাওয়ার ও কথা শোনা যায় ক্লাব কর্তাদের তরফ থেকে।

এই পরিস্থিতিতেই আজ থেকে ডার্বির টিকিট দেওয়া শুরু হয় ময়দানের তিন প্রধানের তাঁবু থেকে। একটি মাত্র টিকিট পাওয়ার আশায় আজ ভোর থেকেই ক্লাব তাঁবুর সামনে ভিড় জমাতে শুরু করেন দুই প্রধানের সমর্থকরা। তারপর বেলা এগারোটার কিছু সময় পর থেকে টিকিট দেওয়া শুরু হলেও টিকিট সংগ্ৰহ করা সম্ভব হয়না সমর্থকদের একটা বিরাট অংশের তরফ থেকে।

যারফলে, বিকেল থেকেই অশান্ত হয়ে ওঠে লাল-হলুদ তাঁবুতে। ডুরান্ড কমিটির উপর ক্ষোভ উগড়ে দিয়ে স্লোগান দিতে শুরু করেন ক্লাব সমর্থকরা। যদিও পরবর্তীকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সমর্থকদের ক্ষোভ থেকে গিয়েছে পুরোদমে। এসবের মাঝেই ক্লাব সদস্যদের জন্য টিকিট বিতরনের জন্য বিশেষ ঘোষণা করা হল ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে।

সেই অনুযায়ী আগামীকাল বেলা ১টা থেকে ক্লাবের অফিস থেকে সদস্যদের জন্য টিকিট বিতরণের ব্যবস্থা করা হয়েছে। যতদূর জানা গিয়েছে, ক্লাব সদস্যদের কার্ড পিছু একটি করে দেওয়া হবে ডার্বি ম্যাচের টিকিট। এক্ষেত্রে সীমিত সংখ্যক টিকিট গ্রহন করতে হবে সদস্যদের।