চাকদহে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

ফের একবার তৃণমূল কর্মীর উপর আক্রমণ শানালো দুষ্কৃতীরা। নদিয়ার চাকদহে গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী। আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম নারায়ণ দে। তিনি তৃণমূল কংগ্রেসের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতির অনুগামী হিসেবে পরিচিত। চাকদহের ১৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস কর্মী নারায়ণ দে রবিবার রাতে তাঁর বাড়ির লাগোয়া একটি বাগানবাড়িতে ছিলেন। তখনই একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। তাঁকে লক্ষ্য করে গুলি করে। দুষ্কৃতীদের ছোড়া গুলি তৃণমূল কংগ্রেস কর্মীর গলায় গিয়ে লাগে। গুলির শব্দে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। আর তখনই চম্পট দেয় দুষ্কৃতীরা।

   

গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তৃণমূল কর্মীকে চাকদহের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতে আনা হয় কলকাতার অ্যাপোলো হাসপাতালে। তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করার ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে এই ঘটনার সঙ্গে বিরোধীরা সরাসরি যুক্ত রয়েছে।

চাকদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের একজন সক্রিয় কর্মী ছিলেন গুলিবিদ্ধ ওই ব্যক্তি। জানা গিয়েছে, ঘটনার দিন তৃণমূল কংগ্রেস কর্মী বাড়ির বাগানে একটি ঘরে আরও দু’জনের সঙ্গে বসেছিলেন। তখনই তাঁকে জানালা দিয়ে গুলি করে কয়েকজন দুষ্কৃতী। তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার চেষ্টার ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন