মুড়ি রাজনীতি: রাষ্ট্রপতির শপথ মুহূর্তে মুড়ি প্রতিবাদে TMC

TMC will protest in Sangsad Bhawan with parched rice

কেন্দ্র সরকারের জিএসটি বৃদ্ধিকে হাতিয়ার করে সংসদে একযোগে সরব হয়েছিল সমস্ত বিরোধী দলগুলি৷ প্রথম সপ্তাহে বিরোধীদের ধর্নায় দেখা যায়নি তৃণমূলকে (TMC)৷ আগামীকাল থেকে ময়দানে নামছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷ একবারে মুড়ি নিয়ে সংসদ ভবনে বিক্ষোভ দেখাবেন তাঁরা। এমনটাই তৃণমূল সূত্রে খবর।

উল্লেখ্য, ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কর্মীদের থেকেই মুড়ি নিয়ে তোপ দেগেছিলেন কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আক্রমণের নিশানায় ছিল ইডি, সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থাও৷ এক থালা মুড়ি নিয়ে মঞ্চ থেকে মমতা বলেন, বিজেপির বন্ধুরা, মুড়ি খাবেন না? মুড়িতে কত জিএসটি? মিষ্টিতে জিএসটি, লস্যিতেও জিএসটি, বাতাসাতে কত জিএসটি। লোকে কী খাবে? খাব কী? মানুষ খাবে কী? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও৷ এবার দলনেত্রীর দেখানো পথকেই অনুসরন করতে চান তৃণমূল সাংসদরা৷

   

সূত্রের খবর, আগামীকাল সকাল ১০ টায় দেশের রাষ্ট্রপতি পদে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু।এর পরেই সংসদ ভবনের বাইরে গান্ধী মূর্তির সামনে মুড়ির থালা হাতে প্রতিবাদ বিক্ষোভে শামিল হবেন তৃণমূলের সাংসদরা। মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগতেই বিক্ষোভ৷ জানাচ্ছে তৃণমূল৷
তবে মুড়ি নিয়ে এখানেই শেষ জল্পনা শেষ হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ছিল বাড়িতে ইডি, সিবিআই এলে আসন পেতে মুড়ি খাওয়াতে। শুক্রবার বাড়িতে ইডি যেতেই একই কথা বলেছিলেন মন্ত্রী পরেশ অধিকারী। তবে কী পার্থকে গ্রেফতারের প্রতিবাদের ঘুরপথ বেছে নিল তৃণমূল? প্রশ্ন রাজনৈতিক মহলে৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন