‘রাহুল সিনহাকে দেখে মুচকি হাসে’ শুভেন্দু মহিলা না পুরুষ প্রমাণ চায় TMC

কুণাল ঘোষের বিস্ফোরক দাবি ও বিচিত্র অঙ্গভঙ্গী। শুভেন্দু অধিকারী কি জবাব দেবেন?

suvendu-kunal

বিচিত্র অঙ্গভঙ্গি করে সাংবাদিকদের সামনে তৃণমূল (TMC) মুখপাত্র (Kunal Ghosh) কুণাল ঘোষ জানালেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁর দলের নেতা ‘রাহুল সিনহাকে দেখে মুচকি হাসে’। এর পরেই তাঁর প্রশ্ন, শুভেন্দু আসলে মহিলা নাকি পুরুষ? কুণালের এমন আক্রমণে রাজনৈতিক মহল সরগরম। এমনভাবে ব্যঙ্গ আর কখনও এ রাজ্যে কোনও বিরোধী দলনেতাকে শাসকপক্ষ করেনি বলেই আলোচনায় উঠে আসছে।

শুভেন্দু অধিকারীকে ঘুরিয়ে ‘হোমোসেক্সুয়াল’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপির নবান্ন অভিযানে মহিলা পুলিশকে ‘ডোন্ট টাচ মাই বডি’ বলা শুভেন্দু অধিকারীকে নিয়ে চরম কটাক্ষ করেন কুণাল। তিনি বলেন, পুলিশের আবার মহিলা পুরুষ কী। এর পর তিনি বিশেষ অঙ্গভঙ্গি করে বলেন শুভেন্দুকে ধরলেই ফুস!

   

শুভেন্দু অধিকারীকে নিয়ে কুণাল ঘোষের মন্তব্যের জেরে রাজনৈতিক মহল সরগরম। তিনি একইসঙ্গে বলেন, দিলীপ ঘোষের নখের যোগ্য নয় শুভেন্দু অধিকারী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন