মমতার মৃদু ধমকের পর মহুয়া নরম

নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সাংসদ মহুয়া মৈত্রকে ধমক দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্পষ্ট বার্তা দেন করিমপুর দেখবেন আবু তাহের৷ এরপরেই স্যোশাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন…

mahua moitra

নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সাংসদ মহুয়া মৈত্রকে ধমক দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্পষ্ট বার্তা দেন করিমপুর দেখবেন আবু তাহের৷ এরপরেই স্যোশাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)৷ সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা, আপনাদের কাছে অনুরোধ আগামীদিনে উন্নয়ন মূলক প্রকল্প সংক্রান্ত কোনো বিষয়ে প্রয়োজনে মাননীয় সাংসদ জনাব আবু তাহের খান সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন।

এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, করিমপুর আর মহুয়ার জায়গা নয়। ওটা আবু তাহেরের জায়গা। উনি দেখে নেবেন। তুমি তোমার লোকসভা নিয়ে থাকো। এমনিতেই দলের তরফে বারবার মহুয়া মৈত্রকে সাবধান করা হচ্ছিল৷ তার ওপর কালী বিতর্ক মহুয়া ও দলের জন্য অস্বস্তি এনে দেয়৷ আজ খোদ তৃণমূল সুপ্রিমোর বার্তায় আরও সতর্ক করে দেওয়া হল তাঁকে। তারপরেই বার্তা এল সাংসদ মহুয়া মৈত্রের পক্ষ থেকে।

   

স্যোশাল মিডিয়ায় তৃণমূল সাংসদ বলেন, করিমপুরের একজন সাধারণ ভোটার হিসেবে বা আপনাদের পূর্বতন বিধায়ক হিসেবে প্রত্যেক করিমপুর বাসীর সঙ্গে আমার নাড়ির টান ছিল,আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্বোচ্চ নেত্রীর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলিতে আরো বেশি সময় দেওয়ার নির্দেশের কারণে আমাকে ওই অঞ্চলে গুলোতে আরো বেশি সময় দিতে হবে।

রাজনৈতিক জীবনের শুরুতে করিমপুর থেকেই বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন মহুয়া৷ এরপর লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর আসন থেকে জয়লাভ করেন তিনি৷ সংসদের অন্দরে তাঁর সুতীক্ষ্ণ বক্তব্য জাতীয় রাজনীতির নজরে এনে দিয়েছিল৷ কিন্তু সাংগঠনিক ক্ষেত্রে মহুয়ার কার্যকলাপ একেবারেই না পসন্দ ছিল দলনেত্রীর৷ বারবার সাবধান করার পরে আজও সাবধান বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো৷ আজ জানালেন, “করিমপুরের ভোটার ও অধিবাসী হিসেবে আমার করিমপুরের বাসস্থানেই থাকবো”।