Coochbehar: তৃণমূলের গৃহযুদ্ধে ল্যাং মারামারি তত্ত্ব দিলেন রবীন্দ্রনাথ

বিরোধী দল বিজেপির অন্দরমহলে লংকাকাণ্ড চলছে। আরও ধসাত়ঙ্কে বঙ্গ বিজেপি একইভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহ বেড়ে চলেছে। কোচবিহারে তৃণমূল গোষ্ঠীবাজি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার কারণ।…

বিরোধী দল বিজেপির অন্দরমহলে লংকাকাণ্ড চলছে। আরও ধসাত়ঙ্কে বঙ্গ বিজেপি একইভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহ বেড়ে চলেছে। কোচবিহারে তৃণমূল গোষ্ঠীবাজি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার কারণ। প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও জেলা টিএমসি সভাপতি পার্থ প্রতিম রায়ের সংঘাত ঊর্ধ্বমুখী।

পার্থ প্রতিম রায়কে কটাক্ষ করে রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, কাকে কাকে ল্যাং মারেনি ও। আমাকে ল্যাং মারল।এর পর মিহির গোস্বামীকে শুধু ল্যাং মারল না, দল থেকে তাড়াল। তারপরে বিনয় বর্মনের ঘাড়ে চেপে বসল। তাকেও দল থেকে বের করে দেওয়া হয়। তারপর নিজেই বসলেন আসনে। তারপর চলে গেলেন।

   

রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এরপর এলেন গিরীন্দ্রনাথ বর্মন। তিনি ভালো মানুষ। সবাইকে বিশ্বাস করে চলতে থাকলেন। এর মধ্যেই কবে ফিতে কেটে দিয়েছে সেটা গিরীন্দ্রনাথ বর্মনও বুঝতে পারেননি। আমরাও বুঝতে পারিনি।

কোচবিহার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি প্রার্থী প্রতিম রায়কে কটাক্ষ করে রবীন্দ্রনাথ ঘোষের ল্যাং তত্ত্বে ফের একবার তৃণমূলের অন্দরমহলে অস্বস্তি তৈরি হয়েছে।

শুধু জেলা তৃণমূল নয়, কোচবিহারে বিজেপির অন্দরমহলেও ফাটল ধরেছে। শুরু হয়েছে ইস্তফা দেওয়ার হিড়িক। একই সঙ্গে চলছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া। জেলায় বিজেপি শিবিরে কালো মেঘ।

অন্যদিকে বাম শিবির সংঘবদ্ধ। রাজনৈতিক বিশ্লেষণে আসছে, আসন্ন পঞ্চায়েত ভোটে বিজেপি নিশ্চিহ্ন হতা চলেছে কোচবিহারে। টিএমসি ও সিপিআইএম লড়াই হবে।