BJP কত আসন পেলে কান ধরে ওঠবোস করবেন ঘোষণা করলেন ফিরহাদ

Firhad Hakim challenges BJP leader Sukanta Majumdar

হায়দরাদে বিজেপির (BJP) সর্বভারতীয় বৈঠকে পশ্চিমবঙ্গের করুণ হাল নিয়ে বিশদে আলোচনা চলছে রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে। এর মাঝে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ঘোষণা করলেন বিরোধী দল লোকসভা ভোটে কটা আসন পাবে এ রাজ্যে। হিসেব না মিললে তিনি প্রকাশ্যে কান ধরে ওঠবোস করবেন বলেও জানিয়ে দিয়েছেন।

Advertisements

গত লোকসভা নির্বাচনে রাজ্য থেকে ১৮ টি আসন পেয়েছিল বিজেপি। তারপর বিধানসভায় বিরোধী দল হয়েছে। আর বিধানসভা পরবর্তী সবকটি উপনির্বাচন ও পুরভোটে বিজেপির ভরাডুবি চলছে। বিরোধী শক্তি হিসেবে সিপিআইএমের উঠে এসেছে। আসন্ন পঞ্চার ভোটে বিজেপির হাল যে আরও করুণ হবে তা বিদ্রোহী নেতা দুধকুমার মণ্ডলের হুমকির পর স্পষ্ট। বীরভূমের এই নেতার নির্দেশে বিভিন্ন জেলায় কর্মীরা নিজেদের গুটিয়ে নিচ্ছেন।

এদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের দাবি এবার লোকসভা ভোটে এ রাজ্য থেকে ২৫ টি আসন মিলবে। বিজেপি রাজ্য সভাপতিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বিস্ফোরক দাবি করেন। ফিরহাদ বলেছেন, লোকসভা ভোটে বাংলায় বিজেপি যদি ২৫ টি আসন পায় তাহলে আমি কান ধরে ওঠবোস করব। আর বিজেপির ২৫ টি আসন না পায় তাহলে সুকান্ত মজুমদারকে রাজনীতি ছাড়তে হবে।

শনিবার সাংবাদিক সম্মেলন থেকে ফিরহাদ বলেন, বাংলায় বিজেপিতে এক থেকে দুয়ের বেশি আসন পাবে না। তবে আমরা চেষ্টা করছি সেটাকেও শূন্যতে নামিয়ে আনতে। হইহই করে কিছু বিধায়ক ওরা পেয়ে গিয়েছে। কিন্তু এখন যা ট্রেন্ড তাতে বিজেপি একটি আসনও পাবে না। মানুষ বিজেপিকে আর বিশ্বাস করে না।

Advertisements

রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, “সুকান্তবাবু লিখে দিন বিজেপি যদি ২৫ আসন না পায়, তাহলে উনি কী করবেন। লিখে দিন, উনি রাজনীতি ছেড়ে দেবেন। কান ধরে ওঠবোস করবেন। আমি তো বলছি, বিজেপি ২৫ আসন পেলে কান ধরে ওঠবোস করব।”

রাজনৈতিক মহলের ব্যাখা, একাধিক নির্বাচনে বিজেপির জনমত কমতে শুরু করেছে। জেলায় জেলায় ভেঙে গেছে বিজেপি। আগামী দিনে বিজেপির জন্য বাংলায় চাপ রয়েছে।