TMC: প্রার্থী তালিকায় অসন্তোষে কেউ কাঁদছে, চলছে ঝান্ডা পুড়িয়ে মন্ত্রীর বাড়ি ঘেরাও

প্রত্যাশিত বিক্ষোভ। দলীয় নেতারা জানতেন এমন হবেই। প্রত্যাশামতো রাজ্য জুড়ে ক্ষোভের আগুনে পুড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC) পতাকা। উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ।…

tmc candidates list for municipal election making big chaos

প্রত্যাশিত বিক্ষোভ। দলীয় নেতারা জানতেন এমন হবেই। প্রত্যাশামতো রাজ্য জুড়ে ক্ষোভের আগুনে পুড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC) পতাকা। উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ।

‘আমিই হব প্রার্থী’ এমন দাবি নিচুস্তরে তৃণমূল কংগ্রেসের সর্বত্র। যে যার মতো অনুগামী নিয়ে দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন। এক কদম এগিয়ে পূর্ব মেদিনীপুরের বিক্ষোভকারীরা ঘেরাও করেন মন্ত্রী অখিল গিরির বাড়ি। তাদের দাবি প্রার্থী বাতিল করতে হবে।

tmc candidates list for municipal election making big chaos

বিক্ষোভের জের উত্তরবঙ্গেও। দলীয় পতাকা পোড়ানো, স্থানীয় বিধায়কদের বিরুদ্ধে চরম ক্ষোভ দেখিয়ে সমর্থকরা ভোটের সময় বদলার হুমকি দিতে থাকেন।

কোথাও কোথাও প্রার্থী হতে না পেরে হাউহাউ করে কান্না জুড়ে দেন প্রত্যাশীরা। এক্ষেত্রে ফের আলোচনায় বিধানসভা ভোটে প্রার্থী না করায় সোনালি গুহর কান্না। তিনি দলত্যাগ করেছিলেন। টিএমসি জিততেই ফের দলনেত্রী মমতার কাছে ফিরিয়ে নেওয়ার আবেগময় বার্তা দেন।

TMC

রাজনৈতিক মহলের আলোচনা শাসকদলের প্রার্থী কোন্দলে শনিবার সকাল থেকে আরও বাড়তে চলেছে। ১০৮টি পুরসভায় নির্বাচনে শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।