Tips & Tricks: কম খরচে ঘর সাজাবেন কীভাবে জানুন

Tips & Tricks: ঘরের ভিতর একই রকম অন্দরসাজ দেখে দেখে একটা একঘেয়েমি চলে আসে আমাদের। কী ভাবে কম খরচে ঘরটা অন্য রকম করে সাজাবেন। সহজ…

Learn how to decorate a home at low cost

Tips & Tricks: ঘরের ভিতর একই রকম অন্দরসাজ দেখে দেখে একটা একঘেয়েমি চলে আসে আমাদের। কী ভাবে কম খরচে ঘরটা অন্য রকম করে সাজাবেন। সহজ উপায়ে ফেয়ার লাইট বা টুনির আলো দিয়ে ঘর সাজান যায়।
কোথায় পাবেন:-
খুব সহজে আজকাল অনলাইন বিপণিগুলিতে নানা রকম টুনির আলো পেয়ে যাবেন।
বিদ্যু তের ব্যবস্থা না করা থাকলেও কুছ পরোয়া নেই। কিছু লাইট পেয়ে যাবেন যেগুলির জন্য আপনার বিদ্যু তের ব্যবস্থা লাগবে, কিছু পেয়ে যাবেন যা ইউএসবি’র মাধ্যমে রিসার্জ করে নেওয়া যাবে। এলইডি লাইটের তার হয়তো ব্যাটারিতেই চলল।

কী ভাবে সাজাবেন:
১। ক্লিপের মতো টুনি-আলোর তার দেওয়ালে টাঙিয়ে তার থেকে নানা রকম পলারয়েড ফোটো লাগিয়ে দেওয়াল সাজাতে পারেন।
২। তারার মতো দেখতে আলো বারান্দায় লাগালে বেশ একটা উত্‍সবের আমেজ পাবেন। বাড়িতে অতিথিরা এলে লাগাতে পারেন।

৩। ইনডোর প্ল্যান্ট বা ঘরের ভিতরে গাছ থাকলে তার চারপাশে আলো দিয়ে সাজাতে পারেন। ইনস্টাগ্রামে ছবি দিলে প্রচুর ‘লাইক’ পাবেন।
৪। পরদার গা দিয়ে এই টুনির তার পেচিয়ে লাগিয়ে নিন। অতিথিরা এলে চমকে যাবেন।
৫। পুরনো ওয়াইনের বোতল বাড়িতেই নানা রকম রং দিয়ে সাজান। তার পর বোতলে আলোর তার ভরে জালিয়ে দিন। দারুণ দেখাবে।