ইউক্রেনের উপর রাশিয়া পুরোমাত্রার হামলা করবে। এই হামলা হবে সম্ভবত আগামী ২৪ ঘণ্টার মধ্যে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের এমন মন্তব্যে বিশ্ব জুড়ে আবার শোরগোল পড়ে গেল। একইসঙ্গে ফের জ্বালানি মূল্যে লাগল আগুন।
এর আগে জার্নান গোয়েন্দা বিভাগ যে দিন বলেছিল সেই দিনই সাইভার হামলায় পর্যুদস্তু হয় ইউক্রেন। তার পরেই দেশটির দুটি রাজ্য নিজেদের দখলে জুড়ে নেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বিবিসি জানাচ্ছে, ইউক্রেনের সীমাম্ত পার করে ১৫ কিলোমিটারের বেশি ঢুকেছে রুশ ট্যাংক বহর।
অস্ট্রেলিয়ার এই প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয়ে গেছে। তিনি রাশিয়ার এমন পদক্ষেপের কড়া নিন্দা জানিয়েছেন। মরিসন বলেন, ইউক্রেনে পুরোমাত্রায় হামলার জন্য রাশিয়ার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন,’ আমাদের বিশ্বাস, তইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে এগোচ্ছে রুশ সেনা। যেখানে ২ কোটি ৮০ লাখ মানুষ বসবাস করে। ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।
সোমবার পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের দুই অঞ্চল ডোনেৎস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন প্রজাতন্ত্র’ হিসেবে স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জেরে পুতিনের আট শীর্ষ নিরাপত্তা উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।