স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর৷ নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷
নিজের ট্যুইটার পোস্টে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে দিলীপ ঘোষের মন্তব্য, প্রতিবার চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে। আর বাংলার ছেলে মেয়েরা এক বুক আশা নিয়ে পরীক্ষায় বসেছে৷ কিন্তু প্রতিবার ভিতর থেকে নিয়োগ হয়েছে লক্ষ লক্ষ টাকা নিয়ে৷
একইসঙ্গে তাঁর অভিযোগ, বাড়ি বিক্রি করে টাকা তুলে দিয়েছেন তৃণমূল নেতাদের হাতে। সেই টাকায় ফুলে ফেঁপে উঠেছে নেতারাই৷ আজ কোর্টের নির্দেশে চাকরিও নেই৷ টাকা ফিরে পাওয়ার আশাও নেই। এর দায় কে নেবে? দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।
ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের একাধিক মামলায় নাম জড়িয়েছে সরকারের৷ আগামী দিনে নিয়োগ সংক্রান্ত মামলায় একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বদের নাম জড়াতে পারে৷ এমত অবস্থ্যা কল্যাণি এইমসে নিয়োগ মামলায় নাম জড়িয়েছে বিজেপি সাংসদ এবং বিধায়কদের৷ তাই শাসক দলের বিরুদ্ধে সুর সপ্তমে চড়াতে চায় বিজেপিও৷