সবুজ-মেরুন জার্সিতে সুনীল ছেত্রীর প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রবল

জল্পনাটি বেশ কিছুদিন ধরেই ময়দানের অন্দরে আনাগোনা করছিল৷ বিশেষ করে এফসি কাপের তৃতীয় ম্যাচ এরপর থেকে জল্পনা চলছিল যে, সুনীল ছেত্রী (Sunil Chhetri) হয়তো ক্যারিয়ারের…

India captain Sunil Chhetri

জল্পনাটি বেশ কিছুদিন ধরেই ময়দানের অন্দরে আনাগোনা করছিল৷ বিশেষ করে এফসি কাপের তৃতীয় ম্যাচ এরপর থেকে জল্পনা চলছিল যে, সুনীল ছেত্রী (Sunil Chhetri) হয়তো ক্যারিয়ারের শেষ কয়েকটি বছর তার প্রথম বড় ক্লাব এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) হয়ে খেলতে পারেন ।

সময়ের সঙ্গে সঙ্গে খবরটি খুবই জোরালো হচ্ছে৷ বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টও অভিজ্ঞ ভারতীয় ক্যাপ্টেনকে দলে নিতে জোরকদমে ছুটছে ।

মাত্র কয়েক দিন আগেই বিভিন্ন সাক্ষাৎকারে তাঁকে এই একটি প্রশ্ন বহুবার করা হয়েছে যে ,তিনি কি কলকাতার কোন প্রধান দলে খেলতে পারেন? উত্তরে প্রতিবার তিনি বলেছেন, তাঁর ইচ্ছে রয়েছে ক্যারিয়ারের শুরুতে যে সাফল্য তিনি দুই প্রধানের কাছ থেকে পেয়েছেন ক্যারিয়ারের শেষ এই সাফল্য ফিরিয়ে দিতে চান ।

আবার যেই সম্পর্কে শুরু হয়েছিল ২০১৪ সালে ব্যাঙ্গালোর এফসি সাথে আই লিগ আইএসএল জয় থেকে শুরু করে কতই না সাফল্য রয়েছে সুনীলের । অবসরের আগে সেই সম্পর্ক কি ছিন্ন করে দেবে সুনীল ছেত্রী ।

গত কয়েকমাসে সুনীল ছেত্রী সেই পুরনো গোল স্কোরারের ভূমিকায় ভারতের জার্সি গায়ে দেখা দিয়েছে৷ গত আইএসএল মরশুম খুব একটা ভালো যায়নি ব্যাঙ্গালোরের সাথে । কিন্তু তা সত্ত্বেও এফসি কাপ এর ৩টি কোয়ালিফায়ার ম্যাচে ৩টি গোল রয়েছে সুনীলের নামে । এখন অব্দি আইএসএল বেঙ্গালুরু এফসির হয়ে ৯৭ ম্যাচে ৪৪ টি গোল রয়েছে তাঁর ।

ভারতীয় ক্যাপ্টেনকে আক্রমণভাগের নেতৃত্ব দিতে তাঁর সাথে চুক্তি করার জন্য উদ্যোগী হয়েছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট এবং কর্তারা৷ সুনীল ছেত্রীর প্রথম বড় দল মোহনবাগান এবং সেই দলের কোচ ছিলেন সুব্রত ভট্টাচার্য বর্তমানে তিনি সুনীল ছেত্রীর শ্বশুর৷ সূত্র মারফত জানা গেছে, সুব্রত ভট্টাচার্যও চান ভারতীয় ক্যাপ্টেন সবুজ মেরুন জার্সিতে অবসর নিক৷ কিন্তু সবই রয়েছে সুনীলের হাতে৷ তার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট ।