Stock Market: শেয়ার বাজারে হাহাকার, সোনা রুপোর বাজার চড়া

gold and silver market

চার দিন ছুটি পর সোমবার খুলেছিল শেয়ার বাজার (stock market)। এদিন সকাল থেকেই বাজারের অবস্থা ছিল অত্যন্ত খারাপ। আন্তর্জাতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি, প্রভৃতি কারণে এদিন বম্বে স্টক এক্সচেঞ্জ শেয়ার সূচক বিএসসি সেনসেক্স এবং জাতীয় শেয়ার বাজারের সূচক নিফটির পতন হয়। চরম সমস্যায় পড়েন বিনিয়োগকারীরা।

শেয়ারবাজারে ধস নামার ফলে বিনিয়োগকারীদের প্রায় ৩.৪ লাখ কোটি টাকা ক্ষতি হয়েছে। এই নিয়ে একটানা চার দিন শেয়ার বাজারে নিম্নমুখী হলো।
সোমবার বাজার বন্ধ হওয়ার সময় বিএসই সেনসেক্স ১১৭২.১৯ পয়েন্ট বা ২.০১ শতাংশ পড়ে ৫৭১৬৬.৭৪ পয়েন্ট থিতু হয়। জাতীয় শেয়ার সূচক নিফটি ৩০২ পয়েন্ট বা ১.৭৩ শতাংশ পড়ে ১৭১৭৩.৬৫ পয়েন্টে এসে থামে।

   

সোমবার সবচেয়ে বড় পতন হয়েছে ইনফোসিসের শেয়ার দরে। এই সংস্থার শেয়ার মূল্য প্রায় ৭ শতাংশ পড়ে গিয়েছে। ইনফোসিসের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলের পরে দেখা গিয়েছে কোম্পানির স্টক ৭.১৪ শতাংশ কমেছে।

কোম্পানির আর্থিক ফলাফল প্রত্যাশা পূরণ করতে না পারার কারণেই সংস্থার শেয়ারে এত বড় মাপের পতন বলে মনে করা হচ্ছে। ইনফোসিস ছাড়াও এইচডিএফ সি ব্যাংক, উইপ্রো টেক মাহিন্দ্রা এবং টিসিএসের মত সংস্থার শেয়ার দর অনেকটা পড়েছে।

তবে এদিন এনটিপিসির শেয়ারের দর ৬ শতাংশ বেড়ে সকলকেই অবাক করেছে। এদিন যে সমস্ত সংস্থার শেয়ারের দাম বেড়েছে সেগুলি হল এনটিপিসি, টাটা স্টিল, এইচইউএল, মারুতি, পাওয়ার গ্রিড, হিন্দুস্তান ইউনিলিভার, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা প্রভৃতি।

শেয়ার বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। অপরিশোধিত তেলের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। ডলারের তুলনায় টাকার বিনিময় মূল্য কমেছে। দেশে মুদ্রাস্ফীতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এসবে সম্মিলিত কারণেই বিনিয়োগকারীরা টাকা তুলে নিতে শুরু করেছেন। সে কারণেই পড়েছে শেয়ার বাজার।

ভারতের বাজারে নয় এশিয়ার অন্যান্য দেশেও এদিন বাজার ছিল নিম্নমুখী। দক্ষিণ কোরিয়ার কোম্পি, চিনের সাংহাই কম্পোজিট এবং জাপানের নিক্কেইও ক্ষতির মুখে পড়েছে।

দেশের শেয়ারবাজারে ধস নামলেও এদিনও সোনার দাম বেড়েছে। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩০০ টাকা বেড়েছে। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ৩২০ টাকা।

সোনার মতোই লাফিয়ে বাড়ছে রুপোর দাম। প্রতি কেজি রুপোর দাম এদিন ৮০০ টাকা বেড়েছে। ফলে এক কেজি রুপোর দাম হয়েছে ৬৯৯০০ টাকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন