Pakistan: ‘মারতে মারতে’ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ভ্যানে তুলল রক্ষীরা, জারি ১৪৪ ধারা

কেউ ঠেলছে। কেউ পিঠে মারছে। এভাবেই প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) কালো রঙের পুলিশ ভ্যানে ঠেলে তুলে দিল রক্ষীরা। ইসলামাবাদ হাইকোর্টের সামলে…

Pakistan: 'মারতে মারতে' প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ভ্যানে তুলল রক্ষীরা, জারি ১৪৪ ধারা

কেউ ঠেলছে। কেউ পিঠে মারছে। এভাবেই প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) কালো রঙের পুলিশ ভ্যানে ঠেলে তুলে দিল রক্ষীরা। ইসলামাবাদ হাইকোর্টের সামলে এ এক অভিনব দৃশ্য। যে দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল। পাকিস্তান প্রবল উত্তপ্ত। ইসলামাবাদ সহ অন্যত্র জারি হয়েছে ১৪৪ ধারা।

ইমরান খানকে গ্রেফতারের কিছু পরেই পাকিস্তানের সবকটি বড় শহরে বিক্ষোভ শুরু। তেহরিক ই ইনসাফ দলের সমর্থকদের রুখতে পাক পুলিশ তৈরি। হিংসাত্মক পরিস্থিতির আশঙ্কা।

Pakistan: 'মারতে মারতে' প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ভ্যানে তুলল রক্ষীরা, জারি ১৪৪ ধারা

পাক গণমাধ্যম জানামে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে পাক রেঞ্জার্স গ্রেপ্তার করেছে। পাকিস্তান তেহরিক ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যানকে দুর্নীতির মামলায় ইসলামাবাদের একটি আদালত প্রাঙ্গণ থেকে হেফাজতে নেওয়া হয়।

এর আগে সরকারি সম্পত্তি নিজ নামে রাখার (তোষাখানা মামলা) অভিযোগে ইমরান খানকে গ্রেফতার করতে গিয়ে পাক পুলিশ প্রবল বাধার সম্মুখীন হয়েছিল লাহোরে। বিক্ষোভের কারণে বারবার ইমরান খানকে গ্রেফতারি পিছিয়ে যায়।

Advertisements

ইসলামাবাদ পুলিশের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি দুর্নীতি মামলার উল্লেখ করে বলা হয়েছে। মঙ্গলবার ইমরান খানকে কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

পিটিআই নেতা মুসাররাত চিমা টুইটারে একটি ভিডিও বার্তায় বলেছেন: “তারা এই মুহূর্তে ইমরান খানকে নির্যাতন করছে… তারা খান সাহেবকে মারধর করছে। তারা খান সাহেবের সাথে কিছু করেছে।”

ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ইসলামাবাদের পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে  আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধান বিচারপতি বলেছেন যে তিনি “সংযম” দেখাচ্ছেন এবং সতর্ক করেছেন যে ইসলামাবাদের পুলিশ প্রধান আদালতে হাজির না হলে তিনি প্রধানমন্ত্রীকে “তলব” করবেন।