‘The Last Sunday’, কোহিনুর ঝলকের মুকুট রাখা এলিজাবেথের কফিনে

রানির পার্থিব শরীরকে বিদায় জানানোর প্রক্রিয়া শুরু করছে ইংল্যান্ড সরকার। রবিবার আক্ষরিক অর্থে ‘The Last Sunday’, সোমবার সমাধিস্থ করা হবে ব্রিটেন সহ ১৫টি দেশের রানি…

'The Last Sunday', কোহিনুর ঝলকের মুকুট রাখা এলিজাবেথের কফিনে

রানির পার্থিব শরীরকে বিদায় জানানোর প্রক্রিয়া শুরু করছে ইংল্যান্ড সরকার। রবিবার আক্ষরিক অর্থে ‘The Last Sunday’, সোমবার সমাধিস্থ করা হবে ব্রিটেন সহ ১৫টি দেশের রানি দ্বিতীয় এলিজাবেথের (Elizabeth II) দেহ। তাঁর শেষকৃত্যে অংশ নিতে লন্ডনে (London) জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন দেশের প্রধান।

বিবিসির খবর, এত সংখ্যক ভিভিআইপি অতিথিদের জন্য ব্রিটেনের ইতিহাসে সর্বকালীন উচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রানির কফিন এখন রাখা হয়েছে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে।

বিবিসির খবর, লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আসবেন ফ্রান্স, ইটালি, জার্মানি সহ বিভিন্ন দেশের প্রধানরা। শুধু রাষ্ট্র প্রধানরা নয়, লন্ডনে থাকছেন বিভিন্ন দেশের রাজা রানিরা। দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে জাপানের সম্রাট নারুহিতো এসেছেন।

Advertisements

গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। একটানা ৭০ বছর তিনি ব্রিটেনের সিংহাসনে ছিলেন। তাঁর শেষকৃত্যের পর রাজা হিসেবে সিংহাসনে বসবেন তৃতীয় চার্লস।

রানির শেষকৃত্যানুষ্ঠানের সব আয়োজন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে ইংল্যান্ড সরকার। রয়টার্সের খবর, ব্রিটেন জুড়ে ১২৫টি সিনেমা হলে বিনামূল্যে রানির শেষকৃত্য দেখানো হব।