বৈশাখ মাস পড়তে না পড়তেই বিয়েবাড়ির হিড়িক। আর বিয়ে মানেই হবু কনের রূপচর্চার লম্বা লিস্ট। বিশেষ দিনগুলোতে লাস্যময়ী উজ্জ্বল তনু এবং ঝলমলে চুল পেতে চাই বিশেষ যত্ন (Beauty)। তবে এর জন্য ঘণ্টার পর ঘণ্টা পার্লারে ব্যয় করার প্রয়োজন নেই। বাড়িতেই নিতে পারবেন ত্বক ও চুলের প্রয়োজনীয় যত্ন।
ফেস প্যাক
- ত্বকের জেল্লা বাড়াতে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং–এর পাশাপাশি ফেস প্যাকও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ত্বকের মরা কোষ দূর করা, ত্বক পরিষ্কার করা, উজ্জ্বল করার মতো নানাভাবে কাজ করে ফেস প্যাক। এক্ষেত্রে আপনি ত্বক অনুযায়ী পছন্দসই ফেস প্যাক ব্যবহার করতে পারেন। নিয়মিত ফেস প্যাকের ব্যবহারের নিজেই বুঝতে পারবেন পরিবর্তন।
- মুলতানি মাটি, গোলাপ জল, কয়েক ফোঁটা দুধ এবং মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। পরে জল দিয়ে ঘষে ধুয়ে নিন।
- যেকোনোও ত্বকের ক্ষেত্রেই এই প্যাক ব্যবহার করা যাবে। সপ্তাহে অন্তত ৩ দিন এটি ব্যবহার করলে উপকার পাবেন।
বডিওয়াশ
সাবানের বদলে সর্বদা ব্যবহার করুন বডিওয়াশ। প্রথমত এটি জীবাণুমুক্ত থাকে, তাছাড়া সাবানে থাকে বিভিন্ন ধরণের ক্ষার। যা আমাদের ত্বকের ভীষণভাবে ক্ষতি করে।
বিশেষজ্ঞদের মতে, বডিওয়াশে থাকে বিভিন্ন ধরণের এসেনশিয়াল অয়েল এবং ময়েশ্চারাইজার। যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে।
পাশাপাশি বডিওয়াশের মিষ্টি সুবাস আপনার শরীর ও মনকে তরতাজা রাখে সারাদিন।
এছাড়াও বাড়িতে মধু, ময়দা এবং টক দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে সারা গায়ে লাগাতে পারেন। শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক পরিষ্কার হওয়ার পাশাপাশি কোমল এবং উজ্জ্বল দেখাবে।