অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান বয়কট ‘প্রতিবাদী’ ভারতের

চলতি বছর শীতকালীন অলিম্পিকের আসর বসতে চলেছে চিনে। এই নিয়ে বিভিন্ন মহলে উত্তেজনা ছড়িয়েছে। ব্যতিক্রম নয় ভারতও। কিন্তু অলিম্পিক শুরুর আগেই চাঞ্চল্যকর ঘোষণা করল ভারত।…

short-samachar

চলতি বছর শীতকালীন অলিম্পিকের আসর বসতে চলেছে চিনে। এই নিয়ে বিভিন্ন মহলে উত্তেজনা ছড়িয়েছে। ব্যতিক্রম নয় ভারতও। কিন্তু অলিম্পিক শুরুর আগেই চাঞ্চল্যকর ঘোষণা করল ভারত। উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান থেকে সরে এল দেশ। কিন্তু এর পিছনে রয়েছে একটি বড় কারণ।

   

সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বেজিংয়ে আয়োজিত আসন্ন শীতকালীন অলিম্পিকে মশাল হাতে নেবে ফ্যাবু নামের এক চিনা সেনা। এই চিনা সেনার বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। ২০২০ সালে ফ্যাবুর নেতৃত্বেই লাল ফৌজ ভারতে ঢুকে গালওয়ান সংঘর্ষে লিপ্ত হয়। তাকে গ্রেফতার করেছিল ভারতীয় সেনা। সেই অপরাধীকেই দেওয়া হয়েছে মশাল বহনের দায়িত্ব। এর প্রতিবাদেই অনুষ্ঠান বয়কট করেছে ভারত।

বৃহস্পতিবার সন্ধ্যেয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, অলিম্পিকেও রাজনীতি টেনে আনছে চিন। ভারত প্রতিবাদ জানিয়ে উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান বয়কট করেছে। এই ঘটনা গোটা বিশ্বের কাছে অস্বস্তিতে ফেলবে চিনকে। ইতিমধ্যেই আমেরিকা চিনের তীব্র সমালোচনা করেছে।

জানা গিয়েছে, আমেরিকার বিদেশ দফতরের সিনেট সদস্য জিম রিচ খোদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না। তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামি দিনে চিনের এমন মনোভাব বজায় থাকলে এবং ভারতের জমি দখলের চেষ্টা করলে আমেরিকা সর্বদা ভারতের পাশে থেকে একজোটে চিনের বিরুদ্ধে লড়াই করবে। অভিজ্ঞ মহলের মতে, সমালোচনার মধ্যেও চিন যদি তাদের সিদ্ধান্তে অনড় থেকে ফ্যাবুকে মশাল বহনের দায়িত্ব দেয় সেক্ষেত্রে পরবর্তী সময়ে বিপাকে পড়তে হতে পারে চিনকে।