Texas School Shooting: মার্কিন মুলুকে স্কুলে গুলি করে ১৯ শিশু পডুয়াকে খুন

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে (Texas School Shooting) একটি প্রাথমিক স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ১৯ পড়ুয়া সহ ২১ জন নিহত হয়েছে। বন্দুকধারী নিহত বলে জানা গেছে। রয়টার্স…

Gunmen Kill 19 People At Party In Mexico

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে (Texas School Shooting) একটি প্রাথমিক স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ১৯ পড়ুয়া সহ ২১ জন নিহত হয়েছে। বন্দুকধারী নিহত বলে জানা গেছে। রয়টার্স জানিয়েছে, টেক্সাসের দক্ষিণে উভালডে এলাকায় রব এলিমেন্টারি স্কুলে হামলা হয়।  নিহত শিশুদের বয়স ৭ বছর থেকে ১০ বছর।

ফক্স নিউজ জানাচ্ছে, হামলাকারী বন্দুকধারীর নাম সালভাদর রামোস বলে টেক্সাস পুলিশ জানায়। পুলিশ গুলিতে সেও খতম। বয়স ১৮ বছর।

সাউথ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুল রক্তাক্ত। সারি সারি দেহ পড়ে আছে। অভিভাবকদের কান্নায় চারপাশ ভারি।  পুলিশ জানাচ্ছে, বন্দুকধারী সালভাদর রামোস গাড়ি নিয়ে ওই স্কুলে ঢুকেছিল।

টেক্সাসের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র সরকারে জাতীয় শোক পালন করছে। জাতীয় পতাকা আগামী ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

টেক্সাসে হামলার ১০ দিন আগে নিউইয়র্কের বাফেলো একটি সুপারমার্কেটে গুলি করে ১০ জনকে খুন করা হয়। তদন্তে উঠে এসেছে, সেই হামলাকারীর বয়সও ছিল ১৮ বছর। তবে সেই হামলা ছিল বর্ণবিদ্বেষমূলক।