মমতার জুতো পালিশ করতে অভিষেক, ফিরহাদকে রাখা হয়েছে: তথাগত রায়

ফের সরব বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এবার তিনি লিখলেন মমতার “dirty work” করার জন্য দলীয় নেতাদের রাখা হয়েছে। বিতর্কের কেন্দ্রে, রাজ্যের পুরমন্ত্রী…

মমতার জুতো পালিশ করতে অভিষেক, ফিরহাদকে রাখা হয়েছে: তথাগত রায়

ফের সরব বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এবার তিনি লিখলেন মমতার “dirty work” করার জন্য দলীয় নেতাদের রাখা হয়েছে।

বিতর্কের কেন্দ্রে, রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য। তিনি চ্যালেঞ্জ করেছেন রাজ্যে আগামী লোকসভা ভোটে বিজেপি ২৫টি আসন পেলে কান ধরে ওঠবোস করবেন। তাঁর দাবি বিজেপি রাজ্যে শূন্য পাবে। ফিরহাদের চ্যালেঞ্জ, বিজেপি রাজ্য সভাপতিকে। হিসেব মিলে গেলে বিজেপি রাজ্য সভাপতি যেন কান ধরে ওঠবোস করেন এমনই পাল্টা চ্যালেঞ্জ করেছেন ফিরহাদ হাকিম।

মমতার জুতো পালিশ করতে অভিষেক, ফিরহাদকে রাখা হয়েছে: তথাগত রায়

এর পরেই তথাগত রায় ফেসবুকে লিখলেন, ঠিক বলেছেন সুকান্ত মজুমদার। ‘ফিরহাদ হাকিম কে? উনি কি পশ্চিমবঙ্গের দণ্ডমুণ্ডের কর্তা?
দণ্ডমুণ্ডের কর্তা দূরে থাক, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, পার্থ চ্যাটার্জি, এমনকি অভিষেক ব্যানার্জি – এরা কেউ না। মমতার জুতো পালিশ করা, ফুটফরমাস খাটা, dirty work করার জন্য এদের রাখা হয়েছে।”

Advertisements

পড়ুন: Mamata Banerjee: অনিল বিশ্বাসের গাড়ি দেখেও মমতা আতঙ্কিত হতেন, পর্দা ফাঁস করলেন তথাগত

এর আগে তথাগত রায়ের দাবি ছিল, সিপিআইএমের পূর্বতন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের গাড়ি দেখেও আতঙ্কিত হতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তেমলই প্রত্যক্ষদর্শী ঘটনা উল্লেখ করে রাজনৈতিক মহলে হইহই ফেলে দিয়েছেন তথাগত। এবার মুখ্যমন্ত্রীর অধস্তন নেতা ও মন্ত্রীদের দিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তথাগত রায়।