Pakistan: বন্ধু তালিবান জঙ্গিদের হামলায় রক্তাক্ত পাকিস্তান

গুলি চালিয়েছে তালিবান (Taliban) জঙ্গি সরকারের সীমান্তরক্ষীরা। সেই গুলিতে রক্তাক্ত (Pakistan)  পাক সীমান্ত প্রদেশ।

আফগানিস্তানের ক্ষমতা থাকা বন্ধু তালিবান রক্ষীদের গুলিতে কমপক্ষে নিহত ৬ পাক নাগরিক। বহু গুলিবিদ্ধ।

   

পাকিস্তানি সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, রবিবার হামলা হয় সীমান্তবর্তী  বালোচিস্তান প্রদেশের চমন সীমান্তে। আফগানিস্তানের দিক থেকে গুলি চলে। উল্টোদিকে থাকা পাক রেঞ্জার্স গুলির জবাব দেয়। সীমান্তের ওপারে আফগানিস্তানে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি।

রয়টার্সের খবর, আফগানিস্তান সীমান্তের কান্দাহার প্রদেশে তালিবান সরকারের কর্মকর্তা নূর আহমেদ জানান, দুর্ঘটনাক্রমে গুলি চালানোর ঘটনা ঘটে। পরে দু’পক্ষের বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন