TMC-BJP: হাওয়া গরম! মমতার এলাকায় পাল্টাপাল্টি সভা শুভেন্দু-তৃণমূলের

কী হবে ডিসেম্বরে? এই প্রশ্নের উত্তর যেন বিশ্বকাপ কে জিতবে তার সাথে পাল্লা দিচ্ছে। শা সক ও বিরোধী (TMC-BJP) সমাবেশ ঘিরে হাওয়া গরম। আগামী ১২…

Suvendu Adhikari, the Leader of BJP in West Bengal

কী হবে ডিসেম্বরে? এই প্রশ্নের উত্তর যেন বিশ্বকাপ কে জিতবে তার সাথে পাল্লা দিচ্ছে। শা সক ও বিরোধী (TMC-BJP) সমাবেশ ঘিরে হাওয়া গরম।

আগামী ১২ ডিসেম্বর তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা হাজরায় জনসভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক তার পর দিনেই একই জায়গায় সভার ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেই সভায় উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা।

শুরুতে হাজরায় সভা করার জন্য অনুমতি পাননি বিরোধী দলনেতা। অনুমতি পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ১২ ডিসেম্বর হাজরা এবং ২১ ডিসেম্বর কাঁথিতে সভা করবেন তিনি। বিচারপতি রাজশেখর মান্থার বক্তব্য ছিল, এক্ষেত্রে শব্দবিধি মানতে হবে উভয় পক্ষকে। তবে তৃণমূলের সভার অনুমতি নিয়ে কটাক্ষ করতে পিছপা হয়নি বিজেপি। বিজেপির বক্তব্য, চাপে পড়ে তৃণমূলকে অনুমতি দিয়েছে পুলিশ।

পঞ্চায়েত নির্বাচনের আগে ক্রমাগত শাসক বিরোধী তরজা বেড়েই চলেছে। কিছুদিন আগেই কাঁঠিতে প্রভাত কুমার কলেজের ময়দানে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই দিনে ডায়মণ্ডহারবারে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বারবার ডিসেম্বরের কথা উল্লেখ করে জল্পনা বাড়িয়েছিলেন শুভেন্দু। এখন আবার তিনি স্পষ্ট করে তিনটি তারিখের কথা উল্লেখ করে জল্পনা একধাপ বাড়িয়েছেন। এর মধ্যে রয়েছে ১২ তারিখ। ওই দিনেই হাজরায় সভা করার কথা রয়েছে শুভেন্দুর। সেই সভা থেকেই বিশেষ বার্তা দেবেন বিরোধী দলনেতা। একইসঙ্গে ২৪ ঘন্টার ব্যবধানে তৃণমূলের সভা নিয়েও বাড়ছে রাজনৈতিক উত্তাপ।