Recruitment Corruption: নিয়োগ দুর্নীতিতে সৌরভকে কটাক্ষ শুভেন্দুর, উত্তরবঙ্গে জোর জল্পনা

Suvendu Adhikari Sourav Chakraborty

নিয়োগ দুর্নীতিতে (Recruitment Corruption) একের পর এক নেতাদের নাম জড়াচ্ছে৷ পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের পর একের পর এক নেতারা সিবিআইয়ের স্ক্যানারে৷ এরই মধ্যে উত্তরবঙ্গ সফরে গিয়ে আরও এক তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পরিবারের একাধিক জনকে বেছে বেছে চাকরি দিয়েছেন তিনি৷

বিরোধী দলনেতার অভিযোগ, বেছে বেছে চাকরি দিয়েছেন সৌরভ। সৌরভের পরিবারের একাধিক ব্যক্তি সেই চাকরি পেয়েছেন। শুভেন্দুর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। এখানেই শেষ নয়, বিরোধী দলনেতা আরও বলেন, আপনারা বলুন আলিপুরদুয়ার জেলায় চন্দন কাঠের জন্য ধরা পড়ে কে? কালচিনির ব্লক প্রেসিডেন্ট। বালি পাচার করে কে? মনা দে। চাকরি বিক্রি করে কে, সৌরভ চক্রবর্তী। তার পিসে, জ্যেঠু, কাকি, মামী গোটা বংশটাকে ঢুকিয়ে দিয়েছে।

   

এর পরেই বিরোধী দলনেতা বলেন, মোদীজী আগেই বলে দিয়েছেন, না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা। ২০১৯ সালে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে বিজেপি জয়লাভের পর সৌরভ চক্রবর্তী কী বলেছিলেন, মনে আছে তো? শুভেন্দু অধিকারীর এই মন্তব্য যেন জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে।

এমনিতেই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের শাসক দলের নেতাদের নাম জড়িয়েছে৷ মন্ত্রী পরেশ অধিকারীর পরে উত্তরবঙ্গের একাধিক নেতাদের নাম জড়াতে শুরু করেছিল। আগামী দিনে আরও নেতাদের তলব করা হতে পারে৷ এরই মধ্যে শুভেন্দুর মন্তব্য শুক্রবার রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু করেছে৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন