চা, বিস্কুট, থেকে ঘুগনি-মুড়ি সঙ্গে তেলেভাজা একযোগে কর্মসংস্থানের কথা বাতলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবারের সভা থেকে মুখ্যমন্ত্রূর বিরাট ঘোষণা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি৷ তা নিয়ে মুখ্যমন্ত্রীকে ক্রমাগত কটাক্ষ করেন বিরোধী দলের নেতারা। এবার সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সঙ্গে কিছু বিস্কুট রাখুন। আস্তে আস্তে বাড়বে। প্রথম সপ্তাহে বিস্কুট নিলেন, তারপরের সপ্তাহে মাকে বললেন, একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরের সপ্তাহে একটু তেলেভাজা করলেন। একটা টুল আরেকটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না।
পাল্টা বিরোধী দলনেতা বলেন, ১১ হাজার কর্মসংস্থান ভুয়ো। আর যেভাবে কাল বলেছেন চপ ভাজতে, ঘুগনি করতে, চা বিক্রি করতে এই এলাকা গ্র্যাজুয়েট অনার্স বাড়িতে বাড়িতে, মাস্টার ডিগ্রি আছে, বিএড বেসিক আছে। পড়াশোনা করে কেন? উচ্চশিক্ষায় শিক্ষিত হয় কেন? এরপরই শুভেন্দুর সংযোজন, আমি কোনও পেশাকে ছোট করছি না। উচ্চশিক্ষায় শিক্ষিত যাঁরা, দক্ষ যাঁরা, তাঁদের কাজ এটা নয়।
নিয়োগের নামে প্রতারণা করা হচ্ছে৷ একথা বিরোধী পক্ষের তোলা হয়েছে৷ এবার সরব হলেন নন্দীগ্রামের বিধায়ক৷ তাঁর কথায়, গোটাটাই মিথ্যা। নেতাজি ইনডোরে ছেলেগুলিকে নিয়ে গিয়ে যেভাবে হেনস্থা করা হয়েছে, বাংলার বেকার যুবক-যুবতীরা শপথ নিক। এদের সরানো ছাড়া পরিত্রাণ বলে কিছু নেই।