BJP: মুরলীধরের বড়কর্তা দিলীপকে তলব নাড্ডার, সভাপতি পদে বদল?

Sukanta majumdar may be removed from WB Bjp state president

দলীয় দ্বন্দ্ব নিয়ে বেজায় অস্বস্তিতে বঙ্গ বিজেপি (BJP)। উপনির্বাচনে আসানসোলের আসন হারাতেই দলের নেতারাই ক্ষোভ উগরে দিচ্ছেন রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে। এরই মধ্যে বঙ্গ সফরে অমিত শাহ। তাই নাড্ডার জরুরি তলবে হাজির হলেন দিলীপ ঘোষ (Dilip ghosh)। এক ঝলকে বুঝে নিলেন সামগ্রিক চিত্র।

সূত্রের খবর, সংসদীয় কমিটির বৈঠকে দিল্লিতে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। বুধবার বিকেলে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু জরুরি তলব আসল সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। সমস্ত সফর বাতিল করে দীনদয়াল উপাধ্যায় মার্গে বৈঠকে বসলেন নাড্ডা-দিলীপ জুটি। ‘অভিজ্ঞ’ দিলীপের থেকেই জানলেন মুরলীধরের হাল হকিকত।

   

কিন্তু প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তলব কেন? এই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। অনেকে মনে করছেন এবার কী সুকান্ত মজুমদারের সময় শেষ হল? যদিও সূত্রে খবর, বিজেপির দ্বন্দ্ব মেটাতে কি ভূমিকা নিচ্ছে রাজ্য নেতৃত্ব তা জানতে চান নাড্ডা। সেইসঙ্গে সরকার বিরোধী আন্দোলনে বিজেপির সক্রিয়তা না থাকা নিয়েও আলোচনা হয়। অভিযোগ, বিক্ষুব্ধদের মদত দিচ্ছেন দিলীপ ঘোষ। সবটা নিয়েই আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে।

গত কয়েক সপ্তাহ ধরে গেরুয়া শিবিরের গোলমাল একেবারে প্রকাশ্যে এসেছে। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ চেয়েছিলেন রাজ্যের নেতারাও। কিন্তু তা হয়নি। চলতি মাসেই বাংলায় আসার কথা ছিল সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। পরে সেই সফর বাতিল হয়। কিন্তু মে মাসের প্রথমে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি বৈঠক করবেন রাজ্য নেতৃত্বের সঙ্গে। তাই আগে থেকে রাজ্য বিজেপির উত্তাপ বোঝার চেষ্টা করলেন সর্বভারতীয়প সভাপতি জেপি নাড্ডা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন