ICDS Recruitment: কেন্দ্রীয় বাজেটকে অমৃৎকর বাজেট বলে কটূক্তি মন্ত্রীর

কেন্দ্রীয় বাজেটকে নজিরবিহীন ভাষায় কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, ইউপিএ আমলের প্রকল্প গুলির নাম পরিবর্তন করে চালাচ্ছে দিল্লি সরকার। একাধিক মামলার জন্য আটকে রয়েছে আই সিডিএস কর্মী নিয়োগ।

Advertisements

এদিন আই সি ডিএস নিয়োগ নিয়েও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে ছাড়েন না মন্ত্রী শশী পাঁজা। তিনি। অভিযোগ তোলেন, বিরোধী দলনেতার ইন্ধনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হচ্ছে । প্রসূতি নিয়ে যাঁরা কাজ করেন তাঁদের নিয়োগে বাধা দিয়ে আদালতে যাচ্ছে বিজেপি। এক সময় বলা হতো খিচুড়ি সেন্টার, আর আজ বলছেন জেলায় জেলায় কত গুলি আছে। আগে আইসিডিএস কেন্দ্র দিত ৭৫ টাকা আর রাজ্য দিত ২৫ টাকা। কেন্দ্রের এই বাজেট অমৃৎকর বাজেট। ICDS সুপার ভাইজার শূন্যপদ ৩৩৭৫ জন মামলার জন্য নিয়োগ আটকে আছে।’

Advertisements

উল্লেখ্য, বছরের পর বছর ধরে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভের পথে হেঁটেছেন আইসিডিএস-এর কর্মীরা।