SSC Scam: অজস্র টাকা বিদেশে পাচারের পর এই টাকা মিলেছে: মহম্মদ সেলিম

SSC Scam: রাত যতই বাড়ছে ততই বাড়ছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের সম্ভাবনা। কারণ, শুক্রবার সন্ধেবেলাতেই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২…

md salim

short-samachar

SSC Scam: রাত যতই বাড়ছে ততই বাড়ছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের সম্ভাবনা। কারণ, শুক্রবার সন্ধেবেলাতেই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২ বস্তা টাকা। ইডির তরফে আনুমানিক টাকার অঙ্ক ২০ কোটি মনে করা হচ্ছে৷ বিপুল অঙ্কের টাকা ইডি হাতে পেতেই সুর চড়িয়েছে বিরোধীরা৷

   

সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, “যে টাকা উদ্ধার হয়েছে, তা হিমশৈলের চূড়ামাত্র। যথেষ্ট সময় অতিবাহিত করার পর, অজস্র টাকা দেশে বিদেশে পাচার হওয়ার পরেও, হাত দিতেই এই পরিমাণ টাকা পাওয়া যাচ্ছে। এই টাকা আসলে লুঠের টাকা। তোলাবাজিসহ অসহায় চাকরিপ্রার্থীদের থেকে মোটা ঘুষ নেওয়া টাকা সর্বত্র জমা করা হচ্ছে।

সরাসরি মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী টাকা বিলোবার গল্প শোনান আর দেশের প্রধানমন্ত্রী ‘ক্যাশলেস ইকোনমির’ বাণী ছড়াচ্ছেন। অন্যদিকে সেই নগদ টাকার পাহাড়ের ছবিতে তৃণমূলের দুর্নীতির হাত ধরে ফুটে উঠছে এই রাজ্যে। “

শুক্রবার রাজ্যের ১৩ টি জায়গায় অভিযান চালায় ইডি৷ ইডির হাতে যে সমস্ত নথি এসেছিল, তা থেকেই অর্পিতা মুখ্যোপাধ্যায়ের খোঁজ পায় ইডির আধিকারিকরা৷ এরপর দক্ষিণ কলকাতায় অর্পিতার আবাসনে তল্লাশি করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। সেইসঙ্গে উদ্ধার হয়েছে একাধিক জমির দলিল, বিদেশী মুদ্রা এবং ২০ টি মোবাইল ফোন৷

গোটা ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে? ফোনে অর্পিতা কাদের সঙ্গে কীভাবে যোগ রাখতেন? গত একমাসে কাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল সে? সবটা খতিয়ে দেখা হচ্ছে৷ চলছে জিজ্ঞাসাবাদ। সূত্রে খবর, অর্পিতার বাড়িতে উপস্থিত হয়েছে একজন অতিরিক্ত ইডি আধিকারিক।