Sri Lanka Crisis: পাকিস্তানের মতো অনাস্থা ভোটের দিকে শ্রীলংকা, সরকার বিরোধী ক্ষোভ

তীব্র অর্থনৈতিক সংকটের মুখে বিপর্যস্ত শ্রীলঙ্কার সরকারের (Sri Lanka Crisis) বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের হুমকি দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল সামাগি জানা বালাওয়েগয়া পার্টি। বিরোধী…

Sri Lanka Crisis: পাকিস্তানের মতো অনাস্থা ভোটের দিকে শ্রীলংকা, সরকার বিরোধী ক্ষোভ

তীব্র অর্থনৈতিক সংকটের মুখে বিপর্যস্ত শ্রীলঙ্কার সরকারের (Sri Lanka Crisis) বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের হুমকি দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল সামাগি জানা বালাওয়েগয়া পার্টি।

বিরোধী দলনেতা সাজিথ প্রেমাদাসা এই হুমকি দেন।তিনি বলেন, সরকার যদি অর্থনৈতিক সংকট নিরসনে এবং শাসনের উন্নতি ঘটাতে পদক্ষেপ না নেয় তাহলে পার্লামেন্টে সরকারকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা প্রস্তাব আনা হবে। 

এদিকে খাদ্য সংকট ক্রমশ তীব্র হচ্ছে শ্রীলংকায়। পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, আরও ভয়াবহ সময় অপেক্ষা করছে অদূর ভবিষ্যতে। খাবার নেই, ওষুধ নেই, জ্বালানি নেই। যত দিন যাচ্ছে, আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা।

Advertisements

কলম্বোর ছাত্ররা বিক্ষোভ দেখিয়েছে রাজপথে। প্রতিটি পেট্রোল পাম্প এবং গ্যাস স্টেশনের বাইরে লম্বা লাইন। ৩৬ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়েও সামান্য তেল পাচ্ছেন না সাধারণ মানুষ। 

অর্থনৈতিক সংকটের মুখে দেশ ছেড়ে ভারতে ঢুকছেন হাজার হাজার শ্রীলংকাবাসী। আর দেশ ছেড়ে পালাচ্ছেন মন্ত্রীদের আত্মীয়রা।