Spice Jet: আবার বিপদে স্পাইস জেট, পাকিস্তানে জরুরি অবতরণ

বিপদ লেগেই আছে স্পাইস জেটে (spice jets)। বারবার আগুন ধরে যাওয়ার মতো দুর্ঘটনার মাঝে এবার যান্ত্রিক গোলোযোগে পাকিস্তানের বন্দরনগরী করাচিতে জরুরি অবতরণ করতে হলো। Advertisements…

spice-jets-flight

বিপদ লেগেই আছে স্পাইস জেটে (spice jets)। বারবার আগুন ধরে যাওয়ার মতো দুর্ঘটনার মাঝে এবার যান্ত্রিক গোলোযোগে পাকিস্তানের বন্দরনগরী করাচিতে জরুরি অবতরণ করতে হলো।

Advertisements

মঙ্গলবার দুবাইগামী একটি বিমানের খবর আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, ইন্ডিকেটর লাইট সঠিকভাবে কাজ করছিল না। তাই করাচিতে জরুরি অবতরণ করান পাইলট। যাত্রীরা সকলেই নিরাপদ।

বিজ্ঞাপন

স্পাইসজেটের মুখপাত্রের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বি৭৩৭ এর একটি বিমান দুবাইয়ের উদ্দেশ্যে উড়ান দিয়েছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আগে থেকে কোনও যান্ত্রিক ত্রুটি নজরে আসেনি।বিমানের বাঁ দিকের ট্যাঙ্কে তেলের পরিমাণে অসামঞ্জস্য দেখা দিয়েছিল। এরপর বিমানটি করাচিতে অবতরণ করানো হয়। যাত্রীদের জন্য সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের দুবাই নিয়ে যাওয়ার জন্য আরও একটি বিমান করাচিতে পাঠানো হচ্ছে।

সম্প্রতি দিল্লি থেকে জব্বলপুরগামী স্পাইসজেটের একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটে। তার আগে জুন মাসে মাঝ আকাশে বিমানে আগুন লাগার ঘটনা ঘটে স্পাইসজেটের এক বিমানে। চালকের তৎপরতায় পাটনায় জরুরি অবতরন করে বিমানটি।