21 July Rally: তৃণমূলের সভামঞ্চে বিজেপির বিধায়কদের যোগদান জল্পনা তুঙ্গে

বিধানসভা নির্বাচনের পর একাধিক বিধায়করা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। দরজা খুলে দিলে গোটা বিজেপি দলটাই উঠে যাবে। এমন বার্তা দিয়েছে টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।…

21 July Rally: তৃণমূলের সভামঞ্চে বিজেপির বিধায়কদের যোগদান জল্পনা তুঙ্গে

বিধানসভা নির্বাচনের পর একাধিক বিধায়করা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। দরজা খুলে দিলে গোটা বিজেপি দলটাই উঠে যাবে। এমন বার্তা দিয়েছে টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের মঞ্চেও কি সেই চমক! শোনা যাচ্ছে, এই সভায় তৃণমূলে যোগদান করতে পারেন বিজেপির কয়েকজন বিধায়ক।

খড়গপুরের বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং রানাঘাটের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে ঘিরে চর্চা তুঙ্গে। আলোচনা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ দুই বিধায়ক শঙ্কর ঘোষ এবং অশোক দিন্দাকে নিয়ে।

বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসন পেয়েছিল বিজেপি। তাদের মধ্যে ৭ জন বিধায়ক ইতিমধ্যেই তৃণমূলে। ভাটপাড়ার বিধায়ক পবন সিং টিএমসিতে অলিখিতভাবে চলে এসেছেন।

Advertisements

ইতিমধ্যেই তৃণমূলে যোগদানের জন্য আজ কলকাতায় উপস্থিত হয়েছে বিজেপি দুই সাংসদ মানেকা গান্ধী এবং বরুণ গান্ধী।